দীর্ঘ প্রায় একযুগের বেশি সময় ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন আব্দুস সালাম মুর্শেদী। নানা বির্তক সঙ্গী করে এ সময়ের মধ্যে ১২টি লিগ শেষ করেছেন বাফুফের এই সিনিয়র সহ-সভাপতি। অবশেষে গেল ২৭ আগষ্ট হঠাৎ করে পেশাদার লীগ কমিটির দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন সালাম মুর্শেদী। আগের মতো পর্যাপ্ত সময় দিতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। সালাম মুর্শেদী দায়িত্ব ছাড়ায় পেশাদার লিগ কমিটির দায়িত্ব নিজ কাধে তুলে নেন স্বয়ং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। আজ শনিবার বাফুফে ভবনে কাজী সালাউদ্দিন নেতৃত্বাধীন পুনঃ গঠিত বাফুফের পেশাদার লিগ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এই কমিটিতে চেয়ারম্যান কাজী সালাউদ্দিনের সঙ্গে সদস্য হিসেবে রয়েছেন কাজী নাবিল আহমেদ, ইমরুল হাসান, আতাউর রহমান ভুঁইয়া মানিক, মহিউদ্দিন আহমেদ মহি, আব্দুর রহিম, জাকির হোসেন চৌধুরী, নুরুল ইসলাম নুরু ও মোঃ ইলিয়াস হোসেন।
২০০৮ সালে প্রথম মেয়াদে বাফুফের সভাপতির দায়িত্ব নেওয়ার পর কোটি টাকার সুপার কাপ আয়োজন করে হইচই ফেলে দিয়েছিলেন কাজী সালাউদ্দিন। ২০০৯, ২০১১ ও ২০১৩ সালে তিনবার হয়েছিল বিগ বাজেটের এই টুর্নামেন্ট। এরপর কোনো অজানা কারণে আর মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি। পেশাদার লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর প্রথম সভা শেষে আবারো কোটি টাকার সুপার কাপ আয়োজনের ইঙ্গিত দিয়েছেন সালাউদ্দিন। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও বাফুফে সভাপতি জানিয়েছেন, ‘আমরা এক কোটি টাকার সুপার কাপ করার চেষ্টা করছি। ওটা করার সিদ্ধান্তে এসেছি। মনে হয়, ওটা হয়ে যাবে। বড় বাজেট। আমি আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি না। তবে এক জায়গা থেকে নিশ্চিতকরণ বার্তা পেয়েছি। ওটা নিশ্চিত হলে তখন আরেকটা সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবো।’
পেশাদার লিগ কমিটির সভায় আসছে মৌসুমের খসড়া ফিকশ্চার নিয়েও আলোচনা হয়েছে। খুব শীগ্রই খসড়া ফিকশ্চার ক্লাবগুলোর কাছে পাঠানো এবং নতুন মৌসুমের জন্য দলবদলের তারিখ ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। খসড়া ফিকশ্চার অনুযায়ী নভেম্বরে কাতার বিশ্বকাপের মাঝেও চলবে লিগের খেলা। সালাউদ্দিন বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ফাইনাল বন্ধ রাখবো। তার আগে শীতকালে এমন সময় বের করবো যেন খেলার মধ্যে আমাদের খেলা না পড়ে। খেলোয়াড়রা যেন খেলা দেখতে পারে। ওটাও আমাদের খেয়াল রাখতে হবে। আবার দেড়-দুইমাস খেলা বন্ধ রাখতে পারবো না। সব বিবেচনায় এটা সঠিক সিদ্ধান্ত।’