বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম শিরোপার দিকে আরো একধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আজ ত্রয়োদশ রাউন্ডে ঘরের মাঠে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে অস্কার ব্রুজন বাহিনী।
ঘরের মাঠ কিংস অ্যারেনায় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বসুন্ধরা কিংস। ম্যাচের ১৮তম মিনিটে অধিনায়ক রবসন রবিনহোর ক্রস শেখ জামালের ডিফেন্ডার ক্লিয়ার করতে ব্যর্থ হলে, পেছনে ওৎ পেতে থাকা ডরিয়েলটন গোমেজ জালে জড়িয়ে দেন। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময় আবারো ব্রাজিলিয়ান রসায়নে লিড দ্বিগুণ করে কিংস। রবসনের কর্ণারে দারুন হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডরিয়েলটন।
বিরতির পর ব্যবধান বাড়াতে চেষ্টা চালায় বসুন্ধরা কিংস। কিন্তু তাদের আক্রমনগুলো আলোর মুখ দেখেনি। বিপরীতে শেখ জামালও ম্যাচে ফিরতে চেষ্টা চালায়, তারাও সফল হয়নি। ফলে ২-০ গোলের জয়ে পূর্ন তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো শক্ত করলো কিংস। বাকি ৫ ম্যাচে ৯ পয়েন্ট পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের। আর সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শেখ জামালের অবস্থান সপ্তম স্থানে।