দীর্ঘ প্রতিক্ষার পর এই মৌসুমে মহিলা ফুটবল লীগ আবার মাঠে গড়ালেও করোনার কারণে তা বর্তমানে স্থগিত রয়েছে। তবে নভেম্বরেই আবার লীগ চালু করতে চায় বাফুফে। তবে বয়সভিত্তিক জাতীয় দলের মেয়েদের বাফুফে ভবনে যে আবাসিক ক্যাম্প হয় তা শুরু হবে অক্টোবর থেকেই।
অক্টোবরের প্রথম সপ্তাহে সীমিত আকারে আবাসিক ক্যাম্প করার কথা জানিয়েছেন বাফুফে’র নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। তিনি জানান , ‘আমরা এএফসির দুটি বয়সভিত্তিক টুর্নামেন্টকে সামনে রেখে অক্টোবরের প্রথম সপ্তাহে আবাসিক ক্যাম্প শুরু করব। মেয়েরা যতই ইনডিভিজুয়াল ট্রেনিং করুক, বাড়িতে নিয়মমাফিক খাওয়াদাওয়া করতে পারছে না। ক্যাম্পে মেয়েদের মেপে মেপে ভাত খেতে দেওয়া হয়। অন্যান্য প্রয়োজনীয় খাদ্য উপাদান বেশি দেওয়া হয়। বাড়িতে ওদের খাদ্যাভ্যাস পুরোপুরি বদলে যায়। আর্থিক সীমাবদ্ধতার কারণে বাড়িতে সঠিক খাদ্যাভ্যাস চালিয়ে নেওয়াও তাদের পক্ষে সম্ভব নয়।’
করোনা ভাইরাস পরিস্থিতি এখনও একেবারে স্বাভাবিক নয়। তাই স্বাস্থ্যবিধি মেনেই মেয়েদের ক্যাম্পে আনবে তারা। ‘স্বাস্থ্যবিধি মেনে ৩০ জন মেয়েকে নিয়ে আমরা ক্যাম্প শুরু করব। এর আগে সবার কভিড-১৯ পরীক্ষা করানো হবে’, এমনটাই জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ।