Photo : Bangladesh Football Federation

কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মঙ্গলবার ২০২৬ বিশ্বকাপ ও ২০২৭ এশিয়ান কাপের বাছাইয়ে দ্বিতীয় ধাপে লেবাননের বিপক্ষে ৪-০ গোলে হারে বাংলাদেশ।  শেষ ম্যাচটিতে বিধ্বস্ত হয়ে মাঠ ছাড়তে হয়েছে জামাল ভূঁইয়াদের। বড় ব্যবধানে হারে স্বাভাবিকভাবে হতাশ বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা।

ম্যাচ শেষে বাংলাদেশের কোচ কাবরেরা বাফুফের দেওয়া ভিডিও বার্তায় বলেছেন,

‘অনেক প্রত্যাশা নিয়ে এই ম্যাচ খেলতে এসেছিলাম আমরা।  ম্যাচটি আমাদের জন্য কঠিন ছিল। বিশেষ করে এটা কঠিন ফল আমাদের জন্য। হতাশাজনক। আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারতাম অনেক বাংলাদেশি সমর্থকের সামনে।’

‘পেনাল্টির কারণেই শুরুতেই পরিস্থিতি জটিল হয়ে গেলো। তারপরও আমি মনে করি প্রথমার্ধে আমরা কিছুটা মানিয়ে নিতে পেরেছি। কিন্তু বিরতির আগে আবার তাল কেটে গেল। দ্বিতীযার্ধে আমরা আরও বেশি মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, চাপ দেওয়ার চেষ্টা করেছি যেটা প্রতিপক্ষকে পাল্টা আক্রমণের সুযোগ করে দিয়েছিল। যেভাবে আমরা বল পজিশন রেখেছি, তা নিয়ে আমি খুশি। কিন্তু এখনও আমাদের…সুযোগগুলো যদি কাজে লাগাতে পারতাম! দিন শেষে বলতে হবে, এই দলগুলোর বিপক্ষে লড়াই করা কঠিন।’

তবে কাবরেরা কাউকে সমালোচনার তীরে বিদ্ধ করছেন না; বরং দলকে এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের জন্য প্রস্তুত করার দিকেই দিতে চান দৃষ্টি।

‘এখন আমাদের উজ্জীবিত হতে হবে, সবাইকে অনুপ্রাণিত করার চেষ্টা করতে হবে এশিয়ান প্রস্তুত হওয়ার জন্য।’

Previous articleলেবাননের কাছে বিধ্বস্ত হলো বাংলাদেশ!
Next articleপরবর্তী লক্ষ্য এশিয়ান কাপ বাছাই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here