Photo : RHS Photography

আজ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে লেবাননের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। লেবাননের বিপক্ষে এই ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ বাছাইপর্বের মিশন শেষ করতে যাচ্ছে জামালরা। তাই নিজেদের পূর্ণশক্তি নিয়ে মাঠে নামতে দেখা যেতে পারে বাংলাদেশকে।

লেবাননের বিপক্ষে দলে বড় চমক হতে পারে জামাল ভূঁইয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে ছিলেন না তিনি। তবে লেবাননের সাথে ম্যাচে কোচ হ্যাভিয়ারের অন্যতম ভরসা পাত্র হতে পারেন বাংলাদেশের অধিনায়ক।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডিফেন্সে অসাধারণ খেলেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাই  যারা ভালো করেছে তারাই ক্যাবররার পরিকল্পনায় থাকতে পারে। যদি সেটা হয় তবে শুরুর একাদশে দেখা যেতে পারে পাঁচজন ডিফেন্ডার। সম্ভাব্য ডিফেন্ডাররা হলে তারিক কাজী, তপু বর্মণ, সাদউদ্দিন ও ঈসা ফয়সাল। এছাড়া মেহেদী মিঠু ইনঞ্জুরির কারণে দলে ডাক না পাওয়ায় তার জায়গায় দেখা যেতে পারে শাকিলকে।

ডিফেন্স লাইনের পাশাপাশি হ্যাভিয়ার ক্যাবারেরা তার মিডফিন্ডেও কিছুটা পরিবর্তন আনতে পারে। সম্ভাবনা অনুযায়ী দলে ফিরতে পারে জামাল ভূঁইয়া, তার সাথে থাকতে পারে মোহাম্মদ হৃদয় এবং সোহেল রানা। ফলে লেবাননের বিপক্ষে সোহেল রানা জুনিয়রের একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

ডিফেন্স ও মিডে পরিবর্তন আনলেও এটাকিং পজিশন অপরিবর্তিত থাকার সম্ভাবনা বহুলাংশে রয়েছে। এটাকিং লাইনে যে ক্যাবারেরার বাজির ঘোড়া হবে মোরসালিন ও রাকিব তা অনেকটাই অনুমেয়। এখনো পর্যন্ত মূল একাদশ ঘোষণা না করা হলেও, হ্যাভিয়ার ক্যাবররার ৫-৩-২ ফরমেশনে দলকে খেলানোর সম্ভাবনা অনেক বেশী।

Previous articleতিন পয়েন্টের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ!
Next articleলেবাননের কাছে বিধ্বস্ত হলো বাংলাদেশ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here