আবারো বাতিল হলো বাংলাদেশ জাতীয় দলের প্রীতি ম্যাচ। পূর্বেও নারী দলের আন্তর্জাতিক ম্যাচ স্বল্পতার কাছে ফিফা র‌্যাংকিং থেকে বাদ পড়তে হয়। তাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন নারী দলের জন্য আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের তুমুল চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কিছুতেই তা হয়ে উঠছে না।

আগামী ২৬ ও ২৯ অক্টোবর লেবাননের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল সাবিনা-কৃষ্ণাদের। ম্যাচের ভেন্যু ছিলো লেবাননের রাজধানী বৈরুতে। তবে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার সৃষ্ট সমস্যায় তাদের পাশের দেশ নারী দলের সফরের জন্য নিরাপদ মনে করছে না বাফুফে। তাই দুটি ম্যাচই বাতিল ঘোষণা করেছে তারা। এতে এই ফিফা উইন্ডোতে আর ম্যাচ পাচ্ছে না বাংলাদেশের নারীরা।

লেবাননে না খেলে দেশটিকে বাংলাদেশে খেলতে আসার আমন্ত্রণও জানিয়েছিলো বাফুফে, তবে এতে সাড়া দেয়নি দেশটি। তাই ম্যাচ বাতিল করা ব্যতিত উপায় ছিলো না তাদের। কিন্তু আগামী মাসে ফিফার নির্ধারিত সময়ে আবার ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। ইতিমধ্যে প্রতিপক্ষ খোঁজার কাজ শুরু করেছে তারা।

Previous articleভিসা বিড়ম্বনায় শঙ্কায় বসুন্ধরা কিংস!
Next articleনতুন ফুটবল মৌসুমে নজরে থাকবে যে বিদেশীদের উপর!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here