বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া ও আনুষ্ঠানিক ছাড়পত্র পাওয়ার পর হামজা চৌধুরীকে নিয়ে চর্চা শুরু হয় বাংলাদেশের ফুটবল অঙ্গনেও। কিন্তু বাংলাদেশের ফুটবল প্রেমীরা ‘বাংলাদেশি’ হামজার খেলা সেভাবে উপভোগ করতে পারেননি। কারণ লেস্টার সিটির স্কোয়াডে থাকলেও একাদশে খুব একটা সুযোগ মিলেনি। এবার লোনে শৈশবের ক্লাব ছেড়ে তিনি যোগ দিতে চলেছেন চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে রেলিগেশন জোনে রয়েছে লেস্টার সিটি। দলের বাজে সময়ের সঙ্গে হামজার ম্যাচ খেলার সুযোগ মিলেনি। এছাড়া দলটি শক্তি বাড়াতে চলমান শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে আরো খেলোয়াড় দলে নিতে যাচ্ছে। তাই দলের খরচ কমাতে হামজাকে লোনে শেফিল্ডে পাঠাচ্ছে ক্লাবটি।

বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে শেফিল্ড ইউনাইটেড। গত মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে রেলিগেট হয় তারা। তবে চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড বেশ ভালো অবস্থানে রয়েছে। ২৯ ম্যাচ খেলে রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। এবার তাদের হয়েই মৌসুমের বাকি সময় খেলবেন হামজা চৌধুরী। অর্থাৎ ৬ মাসের লোনে লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডে যাচ্ছেন তিনি।

লেস্টার সিটির ম্যানেজার রুড ভ্যান নিস্টলরয় নিশ্চিত করেছেন, হামজা চৌধুরী আগামী সপ্তাহে দল ছাড়তে যাচ্ছেন। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে মৌখিক চুক্তি সম্পন্ন, জুন পর্যন্ত লোন ডিল চূড়ান্ত, বেতন সম্পূর্ণ কভার করা হবে। এছাড়াও বিষয়টি নিশ্চিত করেছেন দলবদলের খবরের সবচেয়ে নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো।

এবারের মৌসুমে এখন পর্যন্ত লেস্টার সিটির হয়ে মাত্র ৬টি ম্যাচ খেলেছেন হামজা। যেখানে প্রিমিয়ার লিগে ৪ ম্যাচ। আশা করা যাচ্ছে শেফিল্ড ইউনাইটেডে গিয়ে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ মিলবে হামজার।

Previous articleএএফসি ক্লাব লাইসেন্স করছে আবাহনী-মোহামেডান!
Next articleকেন মেয়েদের প্রীতি ম্যাচে প্রত্যাশিত সাড়া পায় না বাফুফে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here