শনিবার বাফুফের নতুন কমিটির প্রথম নির্বাহী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। কারণ ২০ পদের ফলাফল শেষ হলেও, বাকি এক সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আবারও নির্বাচন হবে।
এদিকে টানা দ্বিতীয় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে প্রশংসায় ভাসছে নারী ফুটবল দল। তবে অভিভাবক সংস্থার কাছ থেকে এখনো কোনো পুরস্কারের ঘোষণা আসেনি। শনিবারের সভায় সাফ জয়ী নারী দলের জন্য পুরস্কার ঘোষণা করবে বাফুফের নতুন কমিটি।
২০২২ সালে সাফের শিরোপা জয়ের পর তৎকালীন কমিটির সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী ও সহসভাপতি আতাউর রহমান ভুঁইয়া ৫০ লক্ষ টাকা করে অর্থ পুরস্কার দিয়েছিলেন। তবে এবার এখনো কমিটির কারো পক্ষ থেকে পুরস্কারের ঘোষণা আসেনি। বাফুফে সভাপতি তাবিথ আওয়াল জানিয়েছেন চ্যাম্পিয়ন দলকে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান সংবর্ধনা দিতে চায়। শনিবারের সভার পরই সব কিছু জানানো হবে।
গত ২৬ অক্টোবর নির্বাচনে ১৫টি সদস্য পদের জন্য লড়াই করেছিলেন মোট ৩৭ জন প্রার্থী। সেখানে ১৫জন সদস্য পদের মধ্যে ১৪ জন সদস্য নির্বাচিত হয়েছেন। অবশিষ্ট ১৫তম পদে সমান ৬১টি করে ভোট পাওয়ায় আবারও লড়বেন এখলাস উদ্দিন ও সাইফুর রহমান মনি।
২০২০ সালেও এমন একটি ঘটনা ঘটেছিল, যদিও তা সহ-সভাপতি পদের জন্য ছিল। শনিবারের নির্বাহী সভায় এই পুনরায় ভোটগ্রহণের তারিখও নির্ধারণ করা হবে।