শিরোপার দৌড়ে এগিয়ে যাওয়ার লড়াইয়ে শুক্রবার মুখোমুখি কিংস-মোহামেডান

0
38

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে বসুন্ধরা কিংস বনাম মোহামেডান ম্যাচে। মাঠ ও মাঠের বাইরে এই দুই দলের লড়াই বরাবরই বাড়তি উত্তেজনা ছড়ায়। এবারের মৌসুমের শুরুতে চ্যালেঞ্জ কাপে মুখোমুখি হয়েছে এই দুই দল। যেখানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-১ গোলে কিংসের কাছে হেরেছে মোহামেডান। এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ সাদা কালোদের সামনে।

গত সপ্তাহে মাঠে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪-২৫ মৌসুম। তবে মাঠ ও সম্প্রচার নিয়ে তুমুল বিতর্ক হয়েছে। ফেড কাপের একদিন আগেই অর্থাৎ সোমবার প্রস্তুত করা হয় কুমিল্লার মাঠ। ম্যাচের দিন মাঠের অবস্থা নিয়ে অভিযোগের শেষ ছিল না। এবার এসব বিতর্ক সঙ্গী করেই মাঠে নামছে ঘরোয়া ফুটবলের দুই পাওয়ারহাউজ বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শুক্রবার কুমিল্লার ভাষাশহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হবে ঘরোয়া ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল। বসুন্ধরা কিংস-মোহামেডানের এই লড়াই শুরু হবে দুপুর আড়াইটায়। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। তাই আরো একটা জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা।

বসুন্ধরা কিংস ও মোহামেডানের লড়াই সবসময়ই বাড়তি উত্তেজনা ছড়ায়। দুই দলের মধ্যে লড়াইটাও হয় সেয়ানে সেয়ানে। তবে পরিসংখ্যান আত্মবিশ্বাসী করবে বসুন্ধরা কিংসকে। মোহামেডানের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচ খেলে ১০ টাতেই জয় কিংসের। ২ ড্রয়ের সঙ্গে মোহামেডান জিতেছে ৩ ম্যাচ।

বসুন্ধরা কিংসের সবচেয়ে বড় ভরসা নতুন অধিনায়ক মিগুয়েল দামাসেনা। ব্রাজিলিয়ান এই প্লে মেকার গোল করা এবং করানোয় সমান পারদর্শী। প্রতিপক্ষ বক্সের আশেপাশে সুযোগ পেলেই জালের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টায় থাকেন তিনি। তাই তার দিকে সবার নজর থাকবে। তার সঙ্গে আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজকেও নজরে রাখতে হবে। এই দুই ব্রাজিলিয়ান জুটি মোহামেডানের জন্য বিপদের কারণ হতে পারেন। তবে ইনজুরিতে ফরাসি স্ট্রাইকার জারেদ খাসা এই ম্যাচে অনিশ্চিত। তাই তার জায়গায় দেশি কেউ সুযোগ পাবেন। দুই উইংয়ে রাকিব ও ফাহিম কিংস কোচের ট্রাম্প কার্ড হতে পারেন। আর রক্ষণে তপু ও ইজে এবং গোলবারে জিকো হবেন কিংসের আস্থা।

এদিকে বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ মোহামেডান গত মৌসুমের লিগ ও দুই টুর্নামেন্টের রানার্স আপ হয়। এবার তারা নিজেদের সে সাফল্যকে ছাড়িয়ে যেতে চায়। সে লক্ষ্যেই দলের শক্তি বাড়িয়েছে তারা।

এদিকে মোহামেডান অধিনায়ক সুলেমান দিয়াবাতে প্রতিপক্ষ বক্সে বরাবরই ভয়ংকর। কিংসের বিপক্ষে সবশেষ ম্যাচেও দারুন এক হেডে জালের ঠিকানা খুঁজে নেন তিনি। তাই তাকে জায়গা দিলে বিপদেই পড়তে হবে কিংসকে। তার সঙ্গে সানডে ইমানুয়েল ও মুজাফফর মুজাফফারভের দিকেও নজর রাখতে হবে। এই দুই মিডফিল্ডার যেকোনো সময় খেলার নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারেন। এছাড়া রহিম উদ্দিন ও আরিফ হোসেনকেও নজরে রাখতে হবে। রক্ষণে মিঠু ও টনি জুটি গত মৌসুম থেকেই ধারাবাহিক পারফর্ম করছেন। তাদের সঙ্গে গোলবারে আস্থার প্রতিদান দিচ্ছেন হোসেন সুজন। তাই বসুন্ধরা কিংসের কাছ থেকে প্রতিশোধ নিতে কঠিন চ্যালেঞ্জ নিয়ে অপেক্ষা করছে আলফাজ আহমেদ শিষ্যরা।

লিগের দ্বিতীয় রাউন্ডেই দেখা মিলছে বড় ম্যাচের। সাম্প্রতিক সময়ে দুই দলের ম্যাচের উত্তেজনা এই ম্যাচকে আরো বেশি অর্থবহ করে তুলেছে। তাই কুমিল্লায় আরো একটি জমজমাট ফুটবলীয় লড়াইয়ের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। এবার দেখার বিষয় শেষ হাসিটা কে হাসতে পারে।

Previous articleসাফের টুর্ণামেন্টের উপর স্থগিতাদেশ!
Next articleআন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নৌবাহিনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here