চার ম্যাচ হাতেই রেখেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো বসুন্ধরা কিংস। আজকের দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপার স্বাদ পায় অস্কার ব্রুজনের শিষ্যরা।
ম্যাচে নামার আগে আজ জিতলেই শিরোপা এমন সমীকরণই ছিলো। প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব হওয়ায় আনন্দে কিছুটা ভাটা পড়ার সম্ভাবনা থাকলেও তা হয়নি। ম্যাচে জিতে ২০ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে অন্য সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেল বসুন্ধরা কিংস। অন্যদিকে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পয়েন্ট ৩৯। বাকি ৫ ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৫৪। ফলে চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসকে টপকে যাওয়ার কোনো সুযোগই নেই তাদের।
চলতি লিগের প্রথম দেখায় বসুন্ধরার সাথে গোলশূন্য ড্র হলেও এই ম্যাচে নিষ্প্রভ ছিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ম্যাচের মাত্র কয়েক ঘন্টা আগে প্রধান কোচ শফিকুল হক মানিককে বহিষ্কার করা হয় যা ছিলো সবচেয়ে বড় ধাক্কা। পাশাপাশি কার্ড সমস্যার কারণে দলে ছিলো না দলের অন্যতম বিদেশী ফুটবলার ওতাবেক। এই সমস্যাগুলোর প্রভাব আজ মাঠে স্পষ্ট ছিলো।
খেলার শুরুতে শেখ জামাল আক্রমন করলেও লিড পায় বসুন্ধরা কিংসই। ম্যাচের ২১ মিনিটে প্রায় ৩৫ গজ দূর থেকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনহোর দূর্দান্ত গোল ম্যাচে ব্যবধান গড়ে দেয়। এই লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে তারা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা চালালেও তা হয়ে উঠেনি জামালের। উল্টো ৬২ মিনিটে বিশ্বনাথ ঘোষের পাস থেকে প্রতিপক্ষের জালে বল পাঠান বসুন্ধরার আরেক ব্রাজিলিয়ান জোনাথন ফার্নান্দেজ। তার গোলটিও ছিলো দৃষ্টিনন্দন। এরপর কোনো দলই আর গোল না করলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা।
এ জয়ের টুর্ণামেন্টের শিরোপা পুরোপুরি নিশ্চিত করে ফেলেছে বসুন্ধরা কিংস। শিরোপা জয়ের পর উল্লাসে মাতোয়ারা হয়ে পড়ে বসুন্ধরা শিবির। তবে সবচেয়ে বড় সুবিধাটা হলো এএফসি কাপকে ঘিরে। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে শিরোপা নিশ্চিত হওয়ায় অনেকটা নির্ভার হয়েই মালদ্বীপ যেতে পারবে তারা।