লম্বা সময় পর আবারো মাঠে ফিরছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। তবে এবার কোন টুর্নামেন্ট দিয়ে নয় – সরাসরি ফাইনাল দিয়ে শুরু হচ্ছে নতুন মৌসুম। নতুন আঙ্গিকে আয়োজিত হতে যাওয়া “বাংলাদেশ ২.০ চ্যালেঞ্জ কাপ” দিয়ে শুরু হবে ২০২৪-২৫ মৌসুম। তাইতো শিরোপা জয় করে মৌসুম শুরুর সুযোগ পাচ্ছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (২২ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে মৌসুমের প্রথম ম্যাচ। সন্ধ্যা পাঁচটায় অনুষ্ঠিত হওয়া এই ম্যাচে লড়বে বসুন্ধরা কিংস ও মোহামেডান। গত মৌসুমের লিগ ও দুই কাপ আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস অপরদিকে এই তিন ক্ষেত্রেই রানার্স আপ হয় মোহামেডান। এবার নতুন মৌসুমের শুরুতেই মুখোমুখি হচ্ছে ঘরোয়া ফুটবলের দুই পাওয়ারহাউজ। দুই দলের কোচেরই অভিন্ন লক্ষ্য শিরোপা জয় করে মৌসুম শুরু করা।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শিরোপা জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন বসুন্ধরা কিংসের রোমানিয়ান কোচ ভ্যালেরিউ তিতা। ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগে বাজে পারফরম্যান্সের পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য তার। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভুটানের এএফসি টুর্নামেন্টের পর এই ম্যাচটি খেলতে নামছি আমরা। ভুটানে ফলটা বাজে ছিল। তিন ম্যাচে, তিন হার; যেটা এই প্রথম ঘটেছে আমার কোচিং ক্যারিয়ারে। তবে আমি মনে করি সেই তিন ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। ভুটান বিপর্যয়ের পর কালকের ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিতে থাকি। আশা করি কালকের ম্যাচে আমরা জিতবো। বাংলাদেশের ফুটবলে মোহামেডান অন্যতম পরাশক্তি, সেটা আমি জানি। ভুটানে আমরা গোল করার অনেক সুযোগ পেয়েছিলাম। আমরা দুটো ম্যাচ হেরেছি নিজেদের ভুলের কারণে।’

ভুটানে বসুন্ধরা কিংসের আক্রমণভাগ পুরোপুরি হতাশ করেছে। কিংসের প্রাণ ভোমরা রবসন রবিনহো চুক্তি নবায়ন না করায় দলে যোগ দেননি। ইনজুরিতে খেলতে পারেননি জারেদ খাসা। তবে এবার সে সমস্যা কাটিয়ে উঠতে আত্মবিশ্বাসী কিংসের কোচ। ম্যাচের আগে মোহামেডানকে এক প্রকার হুমকিই দিয়ে রেখেছেন তিনি। তিনি বলেন, ‘আমি আক্রমণভাগ নিয়ে আত্মবিশ্বাসী। প্রথম ম্যাচই ফাইনাল, এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা নয়। আমি অতীতে অনেক ফাইনাল ম্যাচ জিতেছি এবং হেরেছি। তাই এই ম্যাচটি নিয়ে কোনো চাপ অনুভব করছি না। আমি নিশ্চিত আগামীকাল কয়েক গোলের ব্যবধানে জিতবে বসুন্ধরা।’

এদিকে মোহামেডান কোচ আলফাজ আহমেদ নিজেদের উপর বিশ্বাস রাখছেন। একইসঙ্গে দলে কোন ইনজুরি সমস্যা না থাকায় পূর্ণ শক্তির দল পাচ্ছেন তিনি। সে দল নিয়েই শিরোপা জিতে মৌসুম শুরুর লক্ষ্য তার। আলফাজ আহমেদ বলেন, ‘নতুন ফরম্যাটে প্রথমবার খেলতে যাচ্ছি। আমরা ভালোমতো প্রস্তুতি নিয়েছি এই ম্যাচটি খেলার জন্য। আমাদের দলে কোনো ইনজুরি নেই। সবাই সুস্থ। ইনশাআল্লাহ কালকে আমরা জয়ের জন্য মাঠে নামবো। এটা (চ্যালেঞ্জ কাপ) একটু নতুনত্ব। আমরা আসলে তাতে অভ্যস্ত না। এই বছর থেকে শুরু করলাম আগামী বছর থেকে আরও ভালোভাবে নিতে পারবো।’

চ্যালেঞ্জ কাপ জিতে মৌসুম শুরুর পর বাকি শিরোপায় চোখ রাখতে চান আলফাজ আহমেদ। গত মৌসুমের তিন শিরোপার একদম কাছে গিয়েও ছোঁয়া পাওয়া হয়নি। এবার সে আক্ষেপ ঘোচাতে চান তিনি। আলফাজ আহমেদ বলেন, ‘প্রতিটা ক্লাবেরই চিন্তা থাকে লিগে কি করবে, সারা বছর কি করবে। আমাদেরও একেই চিন্তা। যেহেতু মোহামেডান ঐতিহ্যবাহী ক্লাব, আমরা শিরোপার জন্য লড়বো। সবগুলোর জন্যই আমরা ফাইট করব। যদি কপালে থাকে ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবো।’

বসুন্ধরা কিংস ও মোহামেডানের লড়াই সবসময়ই বাড়তি উত্তেজনা ছড়ায়। দুই দলের মধ্যে লড়াইটাও হয় সেয়ানে সেয়ানে। তবে পরিসংখ্যান আত্মবিশ্বাসী করবে বসুন্ধরা কিংসকে। মোহামেডানের বিপক্ষে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচ খেলে ৯ টাতেই জয় কিংসের। ২ ড্রয়ের সঙ্গে মোহামেডান জিতেছে ৩ ম্যাচ। কিংস অ্যারেনায় এই মোহামেডানই বসুন্ধরা কিংসকে প্রথম হারের স্বাদ দিয়েছিল। এবার শিরোপার লড়াইয়ে আরো একবার মুখোমুখি এই দুই দল।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দুই দলের কোচের কন্ঠেই শিরোপা জয়ের লক্ষ্যের কথা শোনা গেছে। এবার মাঠের লড়াইয়ের অপেক্ষা। দেখা যাক কার ঘরে উঠে মৌসুমের প্রথম শিরোপা।

Previous articleচ্যালেঞ্জ কাপে রাকিবকে পাচ্ছে না বসুন্ধরা কিংস!
Next articleবাটলারের অধীনে শুরু নতুন সাফ মিশন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here