আরো একবার সাফের ফাইনাল খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। গত আসরের মতো এবারেও একই প্রেক্ষাপটে একই প্রতিপক্ষের মুখোমুখি হতে চলেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গতবার নেপালকে হারিয়ে সাফের শিরোপা জিতেছিলো বাংলাদেশ। তাই পূর্বের মতো আরো একবার নেপালকেহারিয়ে শিরোপা ধরে রাখতে চায় পিটার বাটলারের শিষ্যরা।

আগামীকাল ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচের আগে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুনও বলেছে দলের সবাই আত্মবিশ্বাসী এবং খেলোয়াড়েরা জয়ের জন্যই খেলবে, “দল নিয়ে আত্মবিশ্বাসী। মেয়েরা যেসব বিতর্কের মধ্য দিয়ে গেছে সেসব কিছু অতিক্রম করে যেভাবে ফুটবল খেলেছে সেটা অবিশ্বাস্য। প্রশংসা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে কৃতজ্ঞ। আমার মনে হয় না, কোনো কিছুর ঘাটতি থাকবে মাঠে। আপনারাই বলেছেন, মেয়েরা এত ভালো ফুটবল কিভাবে খেলছে। আমি মনে করি, শিরোপা জেতার জন্যই খেলব।”

ম্যাচের আগে নিজেদের কিছুটা এগিয়ে রাখছেন দলের অধিনায়ক সাবিনা খাতুন। তারুণ্যের পাশাপাশি অভিজ্ঞতার মেলবন্ধনে তৈরি বাংলাদেশ দলের সাথে নেপালই চাপ থাকবে বলে মনে তিনি, “আমাদের কিছুটা অসুবিধা তো হবেই। দলের অনেকেই তরুণ আছে। আবার অনেকেরই এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে। আমার কাছে মনে হয়, স্বাগতিক দলই বেশি চাপে থাকে।”

গ্রুপ পর্বে প্রথম ম্যাচে এতোটা ভালো করতে পারে নি বাংলাদেশ। তবে তারপর থেকে বাংলাদেশ দলের খেলা পুরোপুরি বদলে যায়। সেমিফাইনাল নির্ধারণী ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারায় তারা, পরবর্তীতে সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশ। আগামীকাল ফাইনালে নেপালের মুখোমুখি হতে চলেছে বর্তমান চ্যাম্পিয়নরা। দুইদলই চাইবে জয় পেতে, তাই ফাইনাল ম্যাচ দুর্দান্ত হবে বলে মনে করেন বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার।

বাটলার বলেন, “শিহরণ জাগানিয়া ফাইনাল হবে। আমরা অনেকটা পথ এসেছি, আরো এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। যখন আপনি ফাইনালে খেলবেন, তখন সব কিছু সেরাভাবে নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনো কখনো উপলক্ষ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি জানি, আগামীকালের ম্যাচে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তবে আমাদের বিশ্বাস করতে হবে সঠিক মানসিকতা, মনোভাব নিয়ে আমরা খেলতে পারি।”

Previous articleকিংস একাদশে ফিরছেন তারিক কাজী!
Next articleদুই ম্যাচেই শেষ কিংসের ‘জোড়াতালি’র এএফসি মিশন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here