সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।এবারও চ্যাম্পিয়ন হবার লক্ষ্য নিয়েই নেপাল যাচ্ছে পিটার বাটলারের দল। ১৭ অক্টোবর পর্দা উঠলেও ২০ অক্টোবর সাফে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ২৩ অক্টোবর গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

জানা গিয়েছে ইতিমধ্যেই বাফুফের কাছে ২৩ সদস্যের দল জমা দিয়েছেন কোচ পিটার বাটলার। যেখানে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয় করা হয়েছে। আক্রমণে কৃষ্ণা ছাড়াও রয়েছেন অধিনায়ক সাবিনা খাতুন, তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। মাঝমাঠে থাকছেন মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমার মতো পরীক্ষিতরা। রক্ষণে থাকছেন মাসুরা পারভীন, আফিদা খন্দকার, শিউলি আজিমরা। দুয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিক দল ঘোষণা করার কথা বাফুফের।

বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম বড় ভরসা স্ট্রাইকার কৃষ্ণা রাণী সরকার। গত সাফে বাংলাদেশকে শিরোপা জেতাতে বড় অবদান রেখেছিলেন কৃষ্ণা। ফাইনালে দুই গোলসহ টুর্নামেন্টে চার গোল এসেছিল তার পা থেকে। তবে ইনজুরিতে আক্রান্ত হয়ে লম্বা সময় মাঠের বাইরে ছিটকে পড়েন কৃষ্ণা। আবারো সেই সাফ দিয়েই মাঠে ফিরছেন তিনি।

গত বছর ডান পায়ের পাতায় পাওয়া চোট বেশ ভুগিয়েছে কৃষ্ণা রানী সরকারকে। দেশ-বিদেশে চিকিৎসা নিয়েও সুস্থ হতে প্রত্যাশার চেয়েও বেশি সময় লেগেছে। তাতে এবারের সাফে তার দলে থাকা নিয়ে জেগেছিল শঙ্কা। তবে বাফুফের নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, শেষ পর্যন্ত এই ফরোয়ার্ডকে নিয়েই নেপালে যাচ্ছে বাংলাদেশ দল।

Previous articleফুটবল ফেডারেশনের নির্বাচন ২০২৪: তফসিল ঘোষণা
Next articleবাফুফে নির্বাচনের প্রার্থীদের প্রচার-প্রচারণার বিধি-নিষেধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here