ফিনল্যান্ড প্রবাসী বাংলাদেশী খেলোয়াড় তারিক কাজী এগিয়ে এসেছেন বাংলাদেশের শীতার্ত মানুষদের সাহায্য করতে। নিজেদের গড়া ‘দি কাজী ফাউন্ডেশন’ এর উদ্যোগে ঢাকার বিভিন্ন জায়গায় কম্বল ও খাদ্য সরবারহ করেন তিনি।
তারিক কাজী প্রায় ৫০ টির মতো কম্বল ও ৩৪ প্যাকেটের মতো খাদ্য সামগ্রী দেন। নিজের ফেসবুক পেজে তিনি এটি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেন, ‘বর্তমানে শীত থাকাকালীন বাংলাদেশের মানুষদের উষ্ণ থাকা অনেক জরুরী। আমরা ৫০ টির মতো কম্বল ও ৩৪ প্যাকেট দৈনিল জরুরী খাদ্য ও পানীয় বিতরণ করেছি।’
ফিনল্যান্ড জাতীয় অনুর্ধ্ব ১৭ এবং ১৯ দলের প্রতিনিধিত্ব করা তারিক বর্তমানে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলছেন। বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের অপেক্ষায় তিনি।