বাংলাদেশের তরুণ ফুটবলারদের পেশাদার ফুটবল অঙ্গনে প্রবেশের প্রথম ধাপ পাইওনিয়ার ফুটবল লিগ। ১ বছরের বিরতি কাটিয়ে আবারো মাঠে গড়াচ্ছে পাইওনিয়ার ফুটবল লিগ। তবে এবারের লিগে শুধুমাত্র ঢাকা জেলার দলগুলো অংশ নেবে।
মঙ্গলবার ঢাকা মহানগরী লিগ কমিটির সভাপতি ইমরুল হাসানের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় পাইওনিয়ার ফুটবল লিগ সম্পর্কিত বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঢাকা মহানগরী লিগ কমিটির পরিকল্পনা অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এবারের পাইওনিয়ার ফুটবল লিগ শুরু হবে।
ডিসেম্বরের শুরু থেকে শেষ পর্যন্ত পাইওনিয়ার লিগের জন্য দলবদলের সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ঢাকার ১০ টি মাঠে হবে এবারের পাইওনিয়ার ফুটবল লিগ।