২০২৫-২৬ মৌসুমে বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। প্রথমবারের মতো এক মৌসুমে পাঁচটি বড় আসর অনুষ্ঠিত হবে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি চারটি টুর্নামেন্ট যুক্ত হয়েছে।

২০২৪-২৫ মৌসুমে স্বাধীনতা কাপ বাদ দেওয়া হলেও নতুন মৌসুমে এটি আবারও ফিরছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে নতুন মৌসুমে অনুষ্ঠিত হবে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সুপার কাপ এবং শুধুমাত্র স্থানীয় ফুটবলারদের নিয়ে স্বাধীনতা কাপ।

সুপার কাপ আবারও মাঠে ফিরছে। তবে কোন ফরম্যাটে এটি অনুষ্ঠিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছেন, প্রিমিয়ার লিগের শীর্ষ চার বা ছয় দল নিয়ে সুপার কাপ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সভা শেষে ইমরুল হাসান আরও বলেন,

“আমরা আগামী মৌসুমের খসড়া সূচি তৈরি করেছি। ১ জুন দলবদল দিয়ে নতুন মৌসুম শুরু হবে। আমরা পাঁচটি টুর্নামেন্ট আয়োজন করবো, যার মধ্যে স্বাধীনতা কাপ শুধুমাত্র স্থানীয় ফুটবলারদের জন্য নির্ধারিত। এতে ক্লাবগুলো বিদেশি খেলোয়াড় ছেড়ে দিয়ে অংশ নিতে পারবে এবং ক্যাম্প পরিচালনা করা সহজ হবে।”

Previous articleএগোলো ফেডারেশন কাপের ফাইনাল সহ কোয়ালিফায়ারের খেলা
Next articleঅনূর্ধ্ব-১৫ লিগে সিলেট জোনে চ্যাম্পিয়ন মৌলভীবাজার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here