বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাবের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়লেও দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষের জালে চার গোল দিয়ে মাঠ ছাড়ে লিগের শিরোপাধারীরা।

ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে টুটুল হোসেন বাদশার ব্যাক পাস থেকে ঘটে যায় দুর্ঘটনা। মেহেদী হাসান শ্রাবণের পায়ে থাকা বল তার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি জালে প্রবেশ করে। এই আত্মঘাতী গোলে কিংস পড়েছিল বড় চাপে। তবে গোলরক্ষক শ্রাবণের দৃঢ়তায় ওয়ান অন ওয়ান পরিস্থিতিতে রাফায়েল টুডুর জোরালো শট ঠেকিয়ে কিংসকে আরও বড় ধাক্কা খাওয়ার হাত থেকে বাঁচান।

৩১তম মিনিটে ফকিরেরপুল বড় বিপদে পড়ে, যখন রাব্বি হোসেনকে ফাউল করার দায়ে তিয়াস দাস দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন। ভিডিও রিপ্লেতে দেখা যায় সংঘর্ষ গুরুতর ছিল না, তবে রেফারির সিদ্ধান্তে ফকিরেরপুল ১০ জনের দলে পরিণত হয়।

বিরতির পর ৬৯তম মিনিটে কিংস সমতায় ফেরে। সোহেল রানা জুনিয়রের দুর্দান্ত পাস থেকে অফসাইডের ফাঁদ ভেঙে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোনাথন ফের্নান্দেস ঠাণ্ডা মাথায় গোল করেন। ৭২তম মিনিটে সোহেল রানা সিনিয়রের পাস থেকে ফয়সাল আহমেদ ফাহিম কোনাকুনি শটে গোল করেন। পরের মিনিটেই ফের্নান্দেসের ফ্লিক থেকে রফিকুল ইসলাম গোল করেন ডান পায়ের শটে। ৮৩তম মিনিটে বাঁ পায়ের চমৎকার কোনাকুনি শটে রাকিব হোসেন ম্যাচে কিংসের চতুর্থ গোলটি করে ফকিরেরপুলের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

এই জয়ের পর সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে বসুন্ধরা কিংস। অবনমন ঠেকানোর লড়াই আরো কঠিন হলো ফকিরেরপুল ইয়াংমেনস ক্লাবের জন্য।

Previous articleরহমতগঞ্জকে হারিয়ে শিরোপার লড়াইয়ে শক্ত অবস্থান মোহামেডানের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here