আসন্ন মৌসুমের জন্য অনুশীলন শুরু করেছে আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন ও পুরাতনদের সমন্বয়ক এবার ভালো ফলাফল করতে আশাবাদী দুই দল।

গতকাল (বৃহস্পতিবার) ঢাকা মোহামেডান এসসি ৩২ জন ফুটবলার নিয়ে অনুশীলন করে ক্লাবের মাঠে। ১৪ নভেম্বর দলের সাথে যোগ দিবেন প্রধান কোচ শন লেন। বর্তমানে সহকারী কোচ আলফাজ আলফাজ আহমেদের নেতৃত্বে শুরু হয়ে অনুশীলন।

অন্যদিকে নীলফামারীতে ক্যাম্প শুরু করেছে আরামবাগ ক্রীড়া সংঘ। বিদেশী কোচিং প্যানেলের নেতৃত্বে এবার ঘুরে দাড়ানোর প্রত্যয় ক্লাব পাড়ার দলটির। নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামের ভারতীয় হেড কোচ সুব্রত ভট্টাচার্যের অধীনে তরুন খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে অনুশীলন। এই মাঠকে বেছে নেয়ার বিষয়ে আরামবাগ ক্রীড়া সংঘের কোচ সুব্রত ভট্টাচার্য বলেন, ‘আকর্ষণীয় মনকাড়া অবকাঠামো, দৃষ্টিনন্দন মনোরম পরিবেশের মাঠ আর খেলার জন্য উপযোগী হওয়ায় এই স্টেডিয়ামকে বেছে নিয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ।’

Previous articleসেরাটা দেয়া জন্যই এসেছে নেপাল
Next articleইনজুরিতে দল থেকে ছিটকে গেলেন তারিক কাজী!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here