করোনার কঠোর স্বাস্থ্যবিধিতে কাতারে ক্যাম্প করা সম্ভব হয়নি। সৌদি আরবে সবকিছু ঠিক হওয়ার পর শেষ মুহূর্তে ঐ একই কারণে যেতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাই প্রস্তুতি ম্যাচ ছাড়াই বিশ্বকাপ বাছাই মিশনে নামতে যাচ্ছে জামাল ভুইঁয়ারা এমন শঙ্কা তৈরি হওয়ায় দেশের ক্লাব শেখ জামাল ডিসি’র বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
আনুষ্ঠানিকভাবে এখনও না জানালে আগামীকাল বিকাল ৪ টায় ধানমন্ডি’র জায়ান্টদের মুখোমুখি হবে জাতীয় দলের ফুটবলাররা একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। এতে প্রস্তুতি ম্যাচ না খেলতে পারার আক্ষেপে কিছুটা প্রলেপ পড়বে।
ফিফা বিশ্বকাপ ২০২২ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর প্রিলিমিনারি জয়েন্ট কোয়ালিফায়ার রাউন্ড -২ এর নিজেদের শেষ তিন ম্যাচ খেলতে হয়তো ৩০ তারিখের পরিবর্তে ২৮ তারিখই কাতার চলে যেতে পারে বাংলাদেশ দল। সেখানে ৩ জুন বাংলাদেশের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে, ৭ জুন ভারতের বিপক্ষে এবং ১৫ জুন ওমানের বিপক্ষে।