আসন্ন ফুটবল মৌসুমকে সামনে রেখে দল গুছিয়ে নিচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ক্লাবগুলো। দেশের ফুটবলারদের নিয়ে এবার দলবদল না থাকায় ভালো মানের বিদেশী সংগ্রহে মনোযোগী তারা। নিজেদের আক্রমনভাগের দায়িত্ব এক গাম্বিয়ানের উপর দিচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
গাম্বিয়া অনুর্ধ্ব ২৩ জাতীয় দলে খেলা ফরোয়ার্ড সুলেমান সিল্লাহকে দেখা যাবে এবার শেখ জামালের আক্রমন ভাগের দায়িত্বে। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড গাম্বিয়ার আর্ম ফোর্স এফসি ও সেনেগালের ক্লাব ন্যারি ট্যালিতে খেলেছেন।
এতে করে পূর্ণ হলো শেখ জামালের বিদেশী কোটা। সুলেমান সিল্লার সাথে গোল করার দায়িত্বে থাকবেন সেনেগাল লীগের সাবেক সর্বোচ্চ গোলদাতা ও শেখ জামালে গতবছর খেলা ওমর জোবে। এছাড়া বল জোগানের দায়িত্বে দেখা যাবে পরীক্ষিত সোলেমন কিং কনফর্ম ও সাবেক বিজেএমসি’র খেলোয়াড় ওটাবেককে।
অন্যদিকে গত মৌসুমে সবাইকে অবাক করা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ধরে রেখেছে তাদের অধিনায়ক মোমোদু বাহ’কে। ইতিমধ্যে গতবছরের দল থেকে ডিফেন্ডার সিয়োভোস আসরোরভ শেখ রাসেলে যোগ দিয়েছে। তার পজিশনে তাজিকিস্তানের আরেকজন জাতীয় দলের ডিফেন্ডারকে দলে নেয়ার বিষয়ে কথা বলছে রহমতগঞ্জ কর্তৃপক্ষ। এছাড়া একজন ব্রাজিলিয়ান স্ট্রাইকারের সাথেও প্রাথমিক পর্যায়ের কথা হয়েছে বলে জানা যায়।