২০১৯-২০ ফেডারেশন কাপে সবাইকে চমকে দিয়ে ফাইনালে খেলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। এই দলটির হয়ে যাদের খেলা সবার নজরে আসে তাদের অন্যতম হলেন তাজিকিস্তান জাতীয় দলের ডিফেন্ডার সিয়োভোস আশরোরভ। তার রক্ষণের দক্ষতা ও লং বল দেয়ার ক্ষমতার কারনে ভালোই সাফল্য পায় পুরান ঢাকার দলটি।

শুরু হয়ে গিয়েছে আসন্ন মৌসুমের দলবদল। ভালো খেলা প্রদর্শন করা আশরোরভ আবারো ফিরছেন ঢাকায়। এবার তাকে দেখা যাবে শেখ রাসেল ক্রীড়া চক্রের জার্সি গায়ে। অফসাইডকে বিষয়টি নিশ্চিত করেছেন তার এজেন্ট কোভা টালাবপুর।

২৭ বছর বয়সী এই ডিফেন্ডার ২০১৪ সাল থেকে তাজিকিস্তান জাতীয় দলের হয়ে খেলছেন। তাজিকিস্তান ও মালয়েশিয়ান লীগে খেলে গত মৌসুমে বাংলাদেশে আসেন তিনি। রহমতগঞ্জের হয়ে অসমাপ্ত ২০১৯-২০ লীগে ৬ ম্যাচে একটি গোল ও একটি এসিস্ট রয়েছে তার।

অন্যদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে নতুন বিদেশী হিসেবে যোগ দিয়েছেন উজবেকিস্তানের ওতাবেক। পূর্বে তিনি টিম বিজেএমসি ও ব্রাদার্স ইউনিয়নে হয়ে বাংলাদেশে খেলছেন।

Previous articleভালো ফল আশা করছেন নেপাল কোচ
Next articleকাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here