গতকাল শেষ হয়েছে ফেডারেশন কাপ ২০২০ এর গ্রুপ পর্বের খেলা। এবার লড়াই হবে সেরা আট দলের যাদের লক্ষ্য সেমিফাইনাল। ১৩ দলের মধ্যে ৫ দলের বিদায়ে একদিন বিরতি দিয়ে নতুন বছরে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই।
বছরের শুরু দিন ১ জানুয়ারিতে প্রথম কোয়ার্টার ফাইনালে লড়াবে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন শেখ রাসেল কেসি ও ‘সি’ গ্রুপের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী। এরপর দিনই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ‘ডি’ গ্রুপের রানার্সআপ ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব। ৩ জানুয়ারি তৃতীয় কোয়ার্টার ফাইনালে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের লড়াই হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে। শেষ কোয়ার্টার ফাইনালল ৪ জানুয়ারি ‘ডি’ গ্রুপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ উত্তর বারিধারা ক্লাবের বিরুদ্ধে।
আগামী ৬ ও ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের সেমিফাইনাল। চার কোয়ার্টার ফাইনালে বিজয়ী দলরা মুখোমুখি হবে ফাইনালে উর্ত্তীর্ণ হওয়ার লড়াইয়ে। আগামী ১০ জানুয়ারি হবে ফেডারশেন কাপ ২০২০ এর ফাইনাল।
কোয়ার্টার ফাইনাল-
১ জানুয়ারি : শেখ রাসেল-চট্টগ্রাম আবাহনী
২ জানুয়ারি: সাইফ স্পোর্টিং ক্লাব-মোহামেডান
৩ জানুয়ারি : বসুন্ধরা কিংস-শেখ জামাল
৪ জানুয়ারি: আবাহনী-উত্তর বারিধারা
সময় বিকাল ৪ টা | ভেন্যু : বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঢাকা।