নেপালের বিপক্ষে দুটি ম্যাচ দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশ। মুজিববর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজটি ১-০ তে জিতে নিয়েছেন জামাল ভূঁইয়ারা। এখন তাদের সামনে আবার এসে দাঁড়িয়েছে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইপর্ব মিশন। আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে তাদের মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ দল।
আজ কাতারের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। কাতার ম্যাচে আগে অনেকেই বড় অনুপ্রেরণা হিসেবে দেখছেন কাতারের বিপক্ষে ভারতের ম্যাচটিকে। কিন্তু বাস্তবতা জেনে মাটিতে পা রাখছেন ভারতের বিপক্ষে ঐতিহাসিক ড্র’য়ের নায়ক সাদ উদ্দিন। অনলাইনে অফসাইডের সাথে আলাপচারিতায় তিনি বলেন, ‘ঐ ম্যাচটি ভারত অনেক ভালো খেলেছে। তাদের অন্যতম সেরা ম্যাচ বলবো আমি। বিশেষভাবে তাদের গোলরক্ষক অনেকগুলো সেইভ দিয়েছে যার কারণে তারা সেখান থেকে এক পয়েন্ট নিয়ে আসতে পেরেছে। আমাদের যদি কিছু পেতে হয় তাহলে ভারত যেমন ভালো করেছে তার চেয়েও ভালো কিছু করতে হবে কেননা আমরা আট মাস পর মাঠে ফিরেছি।’
এতোদিন পর মাঠে ফেরায় ফিটনেস একটি বড় প্রশ্ন হয়েছে দাড়িয়েছে সবার কাছে। নেপালের বিপক্ষে ম্যাচে ফিটনেসের ঘাটতি অনেকের চোখেও পড়েছে। এছাড়া কাতার নিজেদের ঘরের মাঠে খেলবে। এশিয়ান চ্যাম্পিয়নরা তাই অনেক এগিয়ে জামাল-সাদদের থেকে। সাদ উদ্দিন বলেন, ‘ওরা আমাদের চেয়ে অনেক বেশি এগিয়ে। এছাড়াও ওদের হোমে খেলা হবে বিধায় তাদের সুবিধাও বেশি। আমাদের জন্য কঠিন ম্যাচ হতে যাচ্ছে, কেননা আমাদের সকল খেলোয়াড় এখনও শতভাগ ফিট নয়। তবে সকলেই চেষ্টা করবে ভালো রেজাল্ট করার।’
তবে কোনভাবেই ছেড়ে কথা বলবে না টাইগাররা। সকল প্রতিকূলতার মাঝেও শতভাগ দিতে প্রস্তুত খেলোয়াড়রা। সকলের কাছে দোয়া আহ্বান করেছেন সাদ, ‘আমরা খেলোয়াড়রা শতভাগ পারফর্ম করতে পারলে ভালো ফলাফল নিয়ে আসতে পারবো বলে আশা করি। সকলে আমাদের জন্য দোয়া করবেন।’