আগামী মাসের ৩ই অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। নির্বাচনের জন্য নির্ধারিত সময়ে মনোনয়নপত্র ক্রয় করেন ৪৯ প্রার্থী। মনোনয়নপত্র ক্রয়ের পরের দিন থেকেই শুরু হয় মনোনয়নপত্র যাছাই-বাছাই। আজ সবকটি মনোনয়নপত্র বৈধ বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার বাফুফে নির্বাচন কমিশন ঘোষণা করে সকল মনোনয়ন বৈধ। তফসিলে পূর্বেই বলা হয়েছে নির্বাচনের মনোনয়নপত্র ক্রয়ের পরের দিন থেকে ১২ই সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। তবে এখনও কেউ প্রত্যাহার করে নি।

সভাপতি পদের জন্য মনোনয়নপত্র জমা পড়েছে তিনটি। বর্তমান সভাপতি কাজী মো. সালাউদ্দিনের দুই প্রতিদ্বন্দ্বী বর্তমান কমিটির সহসভাপতি বাদল রায় ও কোচ সফিকুল ইসলাম মানিক। সিনিয়র সহসভাপতি পদে আবদুস সালাম মুর্শেদীর প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম। চারটি সহসভাপতি পদের জন্য প্রার্থী ৮ জন। এর মধ্যে বর্তমান কমিটির সহসভাপতি আছেন তিনজন। বাকি ৬ জন এই পদে নতুন।আগামী ১৩ই সেপ্টেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

Previous articleবিদেশী নিয়েই খেলতে চায় ক্লাবগুলো!
Next articleসব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here