করোনার কারণে দীর্ঘদিন মাঠের বাহিরে ছিল ফুটবলাররা। মাঠে ফেরা অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে তাদের। তবে ঘরোয়া ফুটবল নয়, আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে মাঠে ফিরবে তারা। নেপালের সাথে ১৩ ও ১৭ নভেম্বর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচকে ঘিরে প্রস্তুতি কোনো রকম ঘাটতি রাখছে না ফেডারেশন।
ম্যাচকে সামনে রেখে আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলন করেছেন সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন। সব কিছুর বিনিময়ে জামালরা যেন ভালো পারফর্ম করেন এমনটা আশা করেন তিনি, ‘সব খেলোয়াড় খেলতে যায় জেতার জন্য। কোনও ম্যাচ প্রেসিডেন্ট কিংবা কমিটির কেউ জেতাতে পারবে না। খেলতে হবে খেলোয়াড়দের। আমার মনে হয় এখন ওদেরকে বলার সময় এসেছে। ওদেরকে(খেলোয়াড়দের) কী সুবিধা দেওয়া হয়, তা দেখেছেন। এখন ওরা যেন পারফর্ম করে।’
বাফুফে বস বলেছেন, ‘তোমরা যা চাইছো, তা দেবো। এখন তোমাদেরকেও দিতে হবে।‘ কাজী সালাউদ্দিন নিজের সময়কার কথা মনে করিয়ে দেন। এক জার্সি পড়ে খেলে তা ধুঁয়ে আবার পরের দিন খেলতে হয়েছে তাদের। বর্তমানে খেলোয়াড়দের প্র্যাকটিস জার্সি মান দেখে তিনি অবাক হয়েছেন বলে জানা। পূর্বে মাত্র দুটি বল দিয়ে অনুশীলন করেছেন তারা। আর এখন খেলোয়াড়দের অনুশীলনে বলের অভাব নেই। তাই সকল সুযোগ সুবিধার বিনিময়ে ভালো খেলা উপহার চান কাজী সালাউদ্দিন।