বিশ্বকাপ ২০২৬ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ড অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ‘আই’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ লেবানন ও ফিলিস্তিন। আগামী ১৬ নভেম্বর সকারুসদের বিপক্ষে মেলবোর্নে মাঠে নামবে হ্যাবিয়ের ক্যাবরেরার শিষ্যরা। ম্যাচটি খেলতে আগামীকাল রাতে রওনা হবে বাংলাদেশ দল, এর আগে আজ কিংস অ্যারেনায় সংবাদ সম্মেলন করেছে বাফুফে।
র্যাংকিং কিংবা শক্তিমত্তা সব সূচকেই বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে অস্ট্রেলিয়া। এশিয়ার অন্যতম সেরা দল, যারা বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহন করে থাকে তাদের বিরুদ্ধে ১৮৩ নম্বরে থাকা বাংলাদেশের লড়াই অসমই বলা চলে।
তবে ভালো খেলে বিষয়টা ইতিবাচক হিসেবে দেখতে চান জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা,
‘এ ম্যাচটা নিজেদের আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ম্যাচ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো খেলাটা বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ইতিবাচক একটা ব্যাপার হবে।’
আত্মবিশ্বাসী হলেও বাস্তবতাও মানছেন ক্যাবরেরা, সম্মান জানাচ্ছেন শক্তিশালী দলটিকে।
‘অস্ট্রেলিয়া অনেক কঠিন দল। এটা নিশ্চিত তারা আমাদের ওপর আধিপত্য বিস্তার করেই খেলবে। কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে, কোনওভাবেই যেন লড়াকু মনোভাবে ঘাটতি না দেখা দেয়। খেলোয়াড়দের নিজেদের করণীয়টা ঠিকমতো করতে হবে। নিজেদের পারফরম্যান্স ধরে রাখতে হবে।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের স্মৃতিটা সুখকর নয়। এর আগেও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পার্থে ০-৫ এবং ঢাকায় ০-৪ গোলে পরাজিত হয়েছিলো বাংলাদেশ। ২০১৫ সালের সেই দলটিতেও ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে আগের তুলনায় এবার বেশ আত্মবিশ্বাসী জামাল। জানিয়েছেন ভালো খেলার প্রত্যয়,
‘অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ নিয়ে আমরা আত্মবিশ্বাসী, আমরা ভালো খেলব। অবশ্যই অস্ট্রেলিয়া অনেক শক্তিশালী দল। এবার সম্পূর্ণ ভিন্ন একটা দল নিয়ে আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি। আগেরবারের সঙ্গে এবারের দলের অনেক পার্থক্য।’