লিগের শুরুতেই বয়সভিত্তিক জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে গড়া আতাউর রহমানকে ভূইয়া কলেজ স্পোর্টস ক্লাবকে হারিয়ে নিজের আগমনী বার্তা দিয়েছিলো বাংলাদেশ আর্মির নারীরা। জাতীয় নারী দলের সফলতম কোচ গোলাম রাব্বানী ছোটনের ছোঁয়ায় লিগে শক্ত অবস্থান ধরে রাখার ইঙ্গিতও দিচ্ছিলো তারা। তবে চার ম্যাচে চারটি জয়ে সবাইকে কঠিন বার্তা দেয়া আর্মির জয়রথ থামিয়েছে রংপুরের দল সদ্যপুস্কুরুনী যুব এসসি।
আজ (শুক্রবার) সদ্যপুস্কুরুনীর বিপক্ষে ২-১ গোলে হেরে বড় হোঁচটই খেয়েছে ছোটনের দলটি। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে অবশ্য নিয়ন্ত্রণ ছিল আর্মির মেয়েদের কাছেই। প্রথমার্ধে কোন দলই গোল আদায় করতে পারেনি।দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে স্রোতের বিপরীতে কাকলী সরেনের গোলে এগিয়ে যায় সদ্যপুস্কুরুনীর। পিছিয়ে পড়ার পর আর্মি সমতা আনার চেষ্টা করলেও উল্টো ৮২ মিনিটে নিজেদের বক্সের মধ্যে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেয়। পেনাল্টি স্পট থেকে শিলা আক্তার গোল করে ব্যবধান বাড়ালে রংপুরের দলটি জয়ের দিকেই হাঁটতে থাকে। শেষ দিকে ইনজুরি সময়ে মাহফুজা খাতুন আর্মির পক্ষে একটি গোল শোধ দিলেও তা শুধুই পরাজয়ের ব্যবধান কমিয়েছে। ম্যাচ জিতে সেরা চারে থাকার রেসে ভালোভাবে টিকে রইলো সদ্যপুস্কুরুনীর।
পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাসরিন একাডেমি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে এক ম্যাচ বেশি খেলা এআরবি কলেজ। পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সেনাবাহিনী রয়েছে তৃতীয় স্থানে। নিজেদের দ্বিতীয় জয়ে সদ্যপুস্কুরিনী পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে।