আগামী জুনের ফিফা উইন্ডোতে বেশ ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জুন উইন্ডোতে প্রথমেই রয়েছে ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ আগামী ১লা জুন৷ ইন্দোনেশিয়া জাতীয় ফুটবল দলের বিপক্ষে ‘ফিফা টায়ার-১’ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এছাড়া আগামী ৮ ই জুন হতে ১৪ ই জুনের মধ্যে মালেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ‘এএফসি এশিয়ান কাপ চায়না- ২০২৩’-এর কোয়ালিফায়ার্স রাউন্ডে অংশ নিবে বাংলাদেশ দল।
এই গুরুত্বপূর্ণ ও কঠিন চ্যালেঞ্জকে সামনে রেখে আজ বিকাল ৪:৩০ টায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম অনুশীলন অনুষ্ঠিত হয়। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে অংশ নেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক জ্যাভিয়ার ক্যাবররা, দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও খেলোয়াড় হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।
জুনের ব্যস্ত শিডিউলের চাপ ও সফলতা প্রসঙ্গে দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘সবাই সফলতা চায়। আমরা পুরো একটা দল,যদি আমরা পারফরম্যান্স না করি তাহলে আমরা সফলতা পাবো না। আমরা জানি আমাদের সামনে কঠিন ম্যাচ আছে। আমরা সফলতা চাই এবং এইজন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবো।
বহু সময় পর জাতীয় দলে ডাক পাওয়া হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস দলে ডাক পাওয়া নিয়ে বলেন, ‘প্রথমেই বলবো যে অনেক দিন পরে দলে ফিরে এসেছি। কোচকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে। কিন্তু এতে আমি সন্তুষ্ট না। কারণ আমি তখনই সন্তুষ্ট হতে পারবো,যখন আমি একাদশে খেলবো এবং দলকে রেজাল্ট এনে দিতে পারবো। তখন আমি নিজেকে সফল মনে করবো। আমি চ্যালেঞ্জ নিতে চাই এবং পারফরম্যান্স করতে চাই।’
দলে চান্স পেয়ে সে জায়গাটা কতটা চাপ ও চ্যালেঞ্জের এই প্রশ্নের জবাবে হেমন্ত বলেন, ‘আমি বলবো যে চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। কারণ এতোদিন পরে দলে ফেরা। যারা এতো দলে ছিলো তারা একটা ট্র্যাকে ছিলো, ফলে তারা এখনো ব্যালেন্সড। তাই আমরা জন্যে বিষয়টা একটু চ্যালেঞ্জেরই।’ তিনি আরো বলেন, ‘মূলত বিষয় হচ্ছে দেশের হয়ে খেলা একটা চাপের বিষয়। যারা দেশের হয়ে খেলে তাদের সবার মধ্যেই চাপটা আছে। আমরা দেশকে অন্যদের কাছে রিপ্রেজেন্ট করতেছি আলাদা একটা চাপ তো থাকবেই।’
এছাড়া আগামীকালও আজকের মতো একই সময়ে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের অনুশীলন করবে বাংলাদেশ দল। প্রশিক্ষণটি ক্লোজ ডোরে হওয়ার কারণে প্রথম ১৫ মিনিট অর্থাৎ বিকাল ৪:৩০ টা থেকে ৪:৪৫ মিনিট পর্যন্ত সাংবাদিকদের জন্য উন্মুক্ত থাকবে। অন্যদিকে ঢাকা আবাহনী লিমিটেডের খেলোয়াড় নাবীব নেওয়াজ জীবণের পরিবর্তে দলে নতুন খেলোয়াড় হিসেবে সাইফ স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় সাজ্জাদ হোসেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিবে।