লালা গ্রন্থিতে স্যালিভারি গ্রান্ড সমস্যাজনিত কারণ রাজধানী ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে অপারেশন করিয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাফজয়ী কন্যা মারিয়া মান্ডা। গত রবিবার বিকাল ৫ঃ০০ ঘটিকায় উক্ত হাসপাতালে মারিয়া মান্ডার লালা গ্রন্থিতে অপারেশন সফলভাবে সম্পন্ন  হয়েছে।

মারিয়া মান্ডার লালা গ্রন্থির এই অপারেশন সফল করেছেন ড. মতিউর রহমান মোল্লা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারিয়া মান্ডা তার সমস্যার কথা জানান। তিনি বলেন,

‘আমার লালা গ্রন্থির অপারেশন করে ৩টা পাথর অপসারণ করা হয়েছে। ডাক্তার মতিউর রহমান মোল্লা স্যারের অধীনে আমি চিকিৎসাধীন অবস্থায় আছি। ডাক্তার বলেছেন ৩-৪ দিন হাসপাতালে থাকতে হবে।’

নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মারিয়া মান্ডা তিনি বলেন,

‘আমার জন্য সবাই প্রার্থনা করবেন, যাতে খুব দ্রুত পরিপূর্ণ সুস্থ হয়ে মাঠে আবারো ফিরে আসতে পারি।’

গতকাল সোমবার বাফুফের কমকর্তাদের নিয়ে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি মারিয়া মান্ডাকে দেখতে আনোয়ার খান মর্ডান হাসপাতালে গিয়েছিলেন।

Previous articleমালদ্বীপে সাবিনা ও সুমাইয়ার জাদু!
Next articleবাফুফে অনুর্ধ্ব ১৮ লিগে চ্যাম্পিয়ন শেখ জামাল!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here