আজ বিকালে হোটেল প্যান প্যাসিফি সোনারগাঁওয়ে আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদে লড়ার ঘোষণা দিয়েছেন বাফুফের সাবেক সহ-সভাপতি তাবিথ আউয়াল।
এর আগে গত সপ্তাহে সভাপতি পদের নিজের প্রার্থাতা ঘোষণা করেন তরফদার রুহুল আমিন। আজ তাবিথ আউয়ালের ঘোষণার মাধ্যমে আসন্ন নির্বাচনে জমজমাট একটি লড়াইয়ের আভাস পাওয়া গেল।
কীভাবে, কাদের সঙ্গে নিয়ে নির্বাচন করবেন সে বিষয়ে পরে জানাবেন বাফুফের সাবেক এই সহ-সভাপতি।
কোন মিউচুয়াল হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তাবিথ আউয়াল বলেন,“সভাপতি একজনই হয় তাই এখানে এমন কিছুর সুযোগ নেই। আমি নিজেকে নিয়েই ভাবছি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।”
কাজী সালাউদ্দীন নির্বাচন করছেন না এ জন্য আপনি সভাপতি পদে লড়বেন এরকমটা শোনা যাইতেছে। সাংবাদিকদের এমন প্রশ্নে তাবিথ বলেন,” বাজারে অনেক রিউমারসই শোনা যায়। আপনারা বাস্তবে থাকুন। আমিও বাস্তবেই থাকতে চাই।”
এদিকে, তরফদার রুহুল আমিনের সভাপতি প্রার্থিতা ঘোষণা অনুষ্ঠানে আবার বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হককেও দেখা গেছে। তাহলে কি নিজ দল থেকে তাবিথ সমর্থন পাবেন না? এমন প্রশ্নে তাবিথ বলেছেন, ‘‘আমিনুল হককে দলের মধ্যে সীমাবদ্ধ রাখা ঠিক হবে না। তিনি সাবেক ফুটবলার, সাফজয়ী দলের সদস্য। কেউ চাইলে কাউকে সমর্থন দিতেই পারেন। এটা উন্মুক্ত আছে।’’
এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে হচ্ছেন বাফুফের সভাপতি। তাবিথ আউয়াল নাকি তরফদার রুহুল আমিন।