আজ সকাল ১১ টায় বাফুফের সাধারণ সভা(এজিএম) এর মাধ্যমে ভোটের আনুষ্ঠানিকতা শুরু হয়। এজিএম শেষে দুপুর দুইটায় শুরু হয় ভোটগ্রহন,যা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

ভোটে ১৩৯ কাউন্সিলদের ভোটে টানা চতুর্থবারের মতো কাজী সালাউদ্দিনের প্যানেল থেকে আবারও সহ-সভাপতি নির্বাচিত হলেন কাজী নাবিল আহমেদ এমপি। তিনি পেয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮১ ভোট। শনিবার ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে এমন তথ্য জানিয়েছেন বাফুফের প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন।

চার সহ-সভাপতির পদে আরও যারা নির্বাচিত হয়েছেন এরা হলেন−ইমরুল হাসান; তিনি সর্বোচ্চ ৮৯ ভোট পেয়েছেন। নির্বাচনে এসেই ফুটবল প্রেমিদের দৃষ্টি কাড়েন তিনি। বর্তমান ফুটবলের সফল সংগঠক তিনি। বসুন্ধরা কিংসের যত সফলতা এসেছে তা ইমরুল হাসানের হাত ধরেই। কর্পোরেট ক্লাব ফুটবলে কিভাবে পেশাদারিত্ব আনে তা বুঝিয়ে দিয়েছেন তিনি। এদিকে তৃতীয়জন হলেন আতাউর মানিক; তিনি পেয়েছেন ৭৫ ভোট। তবে চতুর্থ পদটির জন্য গতবারের সহ-সভাপতি তাবিথ আউয়াল ও মহিউদ্দিন আহমেদ সমান ৬৫ ভোট পাওয়ায় এই পদের জন্য ভোটাভুটি আবার অনুষ্ঠিত হবে ৩১ অক্টোবর।

Previous articleবিজয়ীদের অভিনন্দন জানালেন আসলাম!
Next articleবাফুফে নির্বাচনে জয়ি হলেন যারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here