শুরুর আগে থেকেই নাটকের জন্ম দেওয়া ফেডারেশন কাপের নাটকের যেনো শেষ নেই! একের পর এক নিত্য নতুন ঘটনা জন্ম দিচ্ছে বিতর্কের। সবশেষ আবাহনী লিমিটেড ও সাইফ স্পোর্টিং ক্লাবের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। বাতিল হয়েছে ৮০তম মিনিটে পাওয়া সাইফ স্পোর্টিং ক্লাবের একটি পেনাল্টি। পেনাল্টি যেকোনো কারণে বাতিল হতেই পারে, তাই বলে পরপর দুবার? হ্যাঁ, একটা পেনাল্টি বাতিল, ফিরতি সুযোগে দ্বিতীয় পাওয়া পেনাল্টিও বাতিল। এমনটাই ঘটেছে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপের দ্বিতীয় সেমি ফাইনালে।

ম্যাচের ৮০তম মিনিটে বক্সের ভেতর সাইফের নাইজেরিয়ান ফরোয়ার্ড এমফন সানডেকে পিছন থেকে ফেলে দেন বদলি নামা আবাহনীর উইঙ্গার জুয়েল রানা। সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজাতে কার্পণ্য করেননি রেফারি। পেনাল্টি নিতে গিয়েছিলেন সাইফের রুয়ান্ডার সেন্টার ব্যাক এমেরি বাইসেঙ্গে। ঠিক তখনি ঘটে নাটকীয়তা। প্রথম দফায় পেনাল্টিতে বল জালে জড়ালেও পুনরায় শট নেওয়ার নির্দেশ দেন রেফারি। কারণ, বলে শট নেওয়ার আগেই বক্সে ঢুকে গিয়েছিল সাইফের ফুটবলাররা। দ্বিতীয় দফায়ও বাইসেঙ্গে বল জালে জড়ান কিন্তু এবারো নিয়ম না মানায় রেফারি আবাহনীর পক্ষে ফাউল দেন। কেননা দ্বিতীয় বার পেনাল্টি নেওয়ার সময় বাইসেঙ্গে বলের কাছে থেমে গিয়ে গোলরক্ষককে বিভ্রান্ত করার চেষ্টা করেন। ফুটবলের পরিভাষায় যাকে ‘ফেইন্টিং‘ বলে। ফিফার বর্তমান নিয়ম অনুযায়ী ‘ফেইন্টিং‘ সম্পূর্ণরুপে অবৈধ। এজন্য রেফারি কার্ড দেখিয়ে প্রতিপক্ষকে ইনডিরেক্ট ফ্রি কিক নেয়ার সিদ্ধান্ত দেন। তবে আগে ‘ফেইন্টিং‘ ফুটবলে বৈধই ছিলো। তবে ২০১৮ সালে ফিফার সংশোধিত নিয়মে ‘ফেইন্টিং‘-কে অবৈধ বলে আখ্যায়িত করা হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, পেনাল্টি নেওয়ার সময় অ্যাটাকার যদি ‘ফেইন্টিং’ করেন অর্থাৎ শট নেয়ার আগে ডজ দেয়ার চেষ্টা করেন তাহলে রেফারি প্রতিপক্ষ দলকে ইনডাইরেক্ট ফ্রি কি দেবেন ও সংশ্লিষ্ট খেলোয়াড়কে কার্ড দেখাবেন।

অর্থাৎ নিয়ম অনুযায়ী সাইফ স্পোর্টিং ক্লাবের পেনাল্টি বাতিল হওয়ার পেছনে যৌক্তিক কারণ রয়েছে। তবে নানান সময়ে অনেক বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে দর্শকদের রোষানলে পড়েন ম্যাচে দায়িত্বরত অফিসিয়ালরা। আর ম্যাচ অফিসিয়ালদের এমন বিতর্কিত সিদ্ধান্তের পেছনে বাফুফেরও দায় অস্বীকার করার কোন সুযোগ নেই। কেননা রেফারিদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার মাধ্যমে তাদের দক্ষ করে গড়ে তোলা ফেডারেশনেরই কাজ।

Previous articleবাংলাদেশের দায়িত্বে স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা
Next articleকার ঘরে যাচ্ছে ফেডারেশন কাপের শিরোপা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here