আজ মঙ্গলবার দুপুরে সাইফ স্পোটিং ক্লাব তাদের প্রধান কার্যালয়ে ডিফেন্ডার এবং দলীয় সহ-অধিনায়ক রিয়াদুল হাসান রাফির সাথে ২০২১-২২ মৌসুমের জন্যে চুক্তি সাক্ষর করে।২০১৬ থেকে সাইফ স্পোটিং এর হয়ে খেলেন রাফি। ৫১ ম্যাচ খেলে সাইফ স্পোটিংয়ের হয়ে ২ গোলও করেছেন তিনি।
অন্যদিকে রাফি কাতার থেকে বিশ্বকাপ বাছাই মিশন শেষে দেশে ফিরেছেন। বর্তমান মহামারী পরিস্থিতি বিবেচনা করে দেশে ফিরেই তাকে তিন দিনের কোয়ারেন্টাইনে থাকতে হয়। কোয়ারেন্টাইন শেষ করেই নিজের ক্লাব সাইফ স্পোটিংয়ের হয়ে অনুশীলনে যোগ দেন। এছাড়া তিনি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে নিজের দল সাইফ স্পোটিংয়কে সামনে নেতৃত্বও দিয়েছিলেন।
অন্যদিকে সাইফ স্পোটিং ক্লাব তাদের দলীয় অধিনায়ক বাংলাদেশ ফুটবল দলের কাপ্তান জামাল ভূঁইয়ার সাথে চুক্তি সম্পন্ন করেছে। উল্লেখ্য যে জামাল ভূঁইয়া এবারের ২০২০-২১ মৌসুমে ভারতের আই-লীগের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবে লোনে ছিলেন।
এবারের বাংলাদেশ প্রিমিয়ার লীগে ১৬ ম্যাচে ৮ জয়,২ ড্র,৬ হারে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান করছে সাইফ স্পোটিং ক্লাব।