গত মৌসুমে চতুর্থ স্থানে থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ করেছিলো বিগ বাজেটের দল সাইফ স্পোর্টিং ক্লাব। কাগজে কলমে সবসময় চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা তো দূরে থাক, রানার্স আপই হতে পারেনি সাইফ।বর্তমানে বাংলাদেশের ঘরোয়া ফুটবল আসরে সাইফের সর্বোচ্চ অর্জন ফেডারেশন কাপের রানার্স আপ হওয়া।
তবে আগের মৌসুমের ব্যর্থতা কাটিয়ে উঠতে আগে ভাগেই দল গুছানো শুরু করে দিয়েছে ক্লাবটি। সম্প্রতি হেড কোচ হিসেবে আর্জেন্টাইন আন্দ্রেস ক্রুসিয়ানিকে নিয়োগ দিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট। সেই সাথে রক্ষণের শক্তি বাড়াতে সাইফ স্পোর্টিং ক্লাব আফ্রিকার দেশ রুয়ান্ডার শীর্ষ লিগের ক্লাব এএস কিগালি থেকে ফিরিয়ে আনছে তাদের হয়ে ২০১৯-২০ মৌসুমে খেলে যাওয়া ২৬ বছর বয়সী ডিফেন্ডার এমেরি বাইসেঙ্গেকে। ২০১৯-২০ মৌসুমে সাইফ জার্সিতে লিগ এবং ফেডারেশন কাপ মিলিয়ে ১৬ ম্যাচ খেলে ৩ টি গোলও করেছিলেন রুয়ান্ডাইয়ান এই সেন্টার ব্যাক।
সাইফ স্পোর্টিং ক্লাব ছাড়াও বাইসেঙ্গে খেলেছেন রুয়ান্ডা, মরক্কো, আলজেরিয়ার মতো দেশের শীর্ষ লিগের ক্লাবে। এছাড়াও রুয়ান্ডা জাতীয় দলের জার্সিতেও খেলেছেন ২১ টি ম্যাচ।
আগামী মৌসুমে যে চ্যাম্পিয়ন ফাইট দিতেই দল গুচাচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাব সেটা অন্তত তাদের শুরুর কিছু সাইনিং দেখেই বুঝা যায়। দেখার বিষয় সাইফের ভাগ্য পরিবর্তনে নতুন কোচ ক্রুসিয়ানি এবং আবারো সাইফে ফেরা বাইসেঙ্গে কতোটা অবদান রাখতে পারেন!