“ইউসিবি নারী ফুটবল লীগ ২০২৩-২৪”- এ আজকের দিনে জয় পেয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। আজ তারা ঢাকা রেঞ্জার্স ক্লাবের বিপক্ষে মাঠে নামে। ম্যাচে সাগরিকার হ্যাট্রিকে ঢাকা রেঞ্জার্স ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে।
দুই দলের কেউই প্রথমার্ধে গোল করতে পারে নি। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে এককভাবে আধিপত্য বিস্তার করা শুরু করে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। ৫৭ মিনিটে শাহিদা আক্তার রিপার গোলে এগিয়ে যায় আতাউর রহমান ভূঁইয়া। ৬৩ মিনিটে লিড দ্বিগুণ করে সাগরিকা।
আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বাকি দুইগোলও আসে সাগরিকার কাছ থেকে। দুই গোলই হয়েছে ম্যাচের শেষের দিকে। ৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করার পর মিনিট দুয়েকের ব্যবধানে পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করে সাগরিকা। এতে ৪-০ তে জয় পায় আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব।
দিনের অন্য আরেক খেলায় জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে মাঠে নামে উত্তরা ফুটবল ক্লাব। জামালপুর কাচারিপাড়া একাদশকে তারা ২-০ গোলে পরাজিত করে।
খেলার শুরুতেই ম্যাচে লিড পেয়ে উত্তরা ফুটবল ক্লাব। ম্যাচের ৩ মিনিটে মাথায় ইলামণি আক্তারের গোলে এগিয়ে যায় তারা। এরপর দীর্ঘ সময় কোনো দলই কোনো গোল করতে পারে নি। প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের প্রায় শেষ পর্যন্ত স্কোরশিট ছিলো অপরিবর্তিত। ম্যাচের ৮১ মিনিটে এসে উত্তরা ফুটবল ক্লাবের দ্বিতীয় গোলটি করেন স্বপ্না। ফলে সমতা পাওয়ার বদলে ম্যাচে আরো পিছিয়ে পড়ে জামালপুর কাচারিপাড়া একাদশ। ম্যাচটি শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে নেয় উত্তরা এফসি।