বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় আকর্ষণ বাংলাদেশ প্রিমিয়ার লীগ। ‘বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ নামকরণ করা হলেও ভেন্যু নির্ধারণে যেনো ঢাকা গন্ডি যেনো পেরতেই পারছিলো না ঘরোয়া পর্যায়ের এই সর্বোচ্চ লীগ। বাংলাদেশ প্রিমিয়ার লীগের ভেন্যু বলতেই যেনো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে বোঝানো হতো।

প্রতিবারের মতো এবারের নতুন মৌসুমেও শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লীগ। আগামী ৩রা ফেব্রুয়ারী টুর্ণামেন্ট মাঠে গড়ানোর কথা রয়েছে। তবে প্রিমিয়ার লীগের মূলকেন্দ্র বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চলছে সংস্কারের কাজ। তাই এবারই প্রথমবারের মতো ঢাকার গন্ডি আবদ্ধ থাকা শিকলকে ভেঙ্গে ফেলছে। একটি দুইটি নয় এবারের প্রিমিয়ার লীগে রয়েছে সর্বমোট সাতটি ভেন্যু।

এবারের মৌসুমের মূল আকর্ষণ বসুন্ধরা কিংসের হোম ভেন্যু বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। প্রিমিয়ার লীগের আরেক দল শেখ রাসেল ক্রীড়া চক্রের পৃষ্ঠপোষকতার দায়িত্বেও রয়েছে বসুন্ধরা গ্রুপ। তাই শেখ রাসেলও বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সকে নিজেদের হোম ভেন্যু হিসেবে বাছাই করেছে। এবার ফুটবল মৌসুমে দারুণ এক ছন্দে আছে ঢাকা আবাহনী। ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ দুইটির শিরোপা জিতেছে আকাশী-নীলরা। প্রিমিয়ার লীগে আকাশী-নীলদের হোম ভেন্যু হিসেবে থাকছে সিলেট জেলা স্টেডিয়াম। এই সিলেটেই এএফসি কাপে নিজেদের প্লে অফ ম্যাচ খেলবে আবাহনী।


নিজেদের হোম ভেন্যু হিসেবে প্রিমিয়ার লীগের ঐতিহ্যবাহী দল ঢাকা মোহামেডান বাছাই করেছে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামকে। সাদা-কালো শিবিরের সাথে হোম ভেন্যু হিসেবে ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামকে ভাগাভাগি করে নিবে বন্দরনগরীর দল চট্টগ্রাম আবাহনী। লীগে গত আসরে রানার্সআপ হয়েছিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এবারের আসরে শেখ জামালের হোম ভেন্যু হচ্ছে মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম। গতবারের মতো সাইফ স্পোর্টিং ক্লাবও মুন্সিগঞ্জের এই স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে নিশ্চিত করেছে।

মুক্তিযোদ্ধা সংসদ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে নির্বাচন করেছে। রাজশাহী জেলা স্টেডিয়ামকে হোম ভেন্যু হিসেবে বেছে নিয়েছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার স্টেডিয়ামকে নিজেদের হোম ভেন্যু হিসেবে নিশ্চিত করেছে প্রিমিয়ার লীগের তিনটি দল। তারা হলো রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি, উত্তর বারিধারা এবং লীগের নতুন দল স্বাধীনতা ক্রীড়া সংঘ।

Previous articleফর্টিজের মাঠে জাতীয় দলের ক্যাম্প করতে চান ক্যাবরেরা
Next article‘গৌরবের ৫০ বছরে’ ট্রেবল জয়ের হাতছানি আবাহনীর সামনে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here