অল্প কিছু দিন হলো টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। বর্তমান পরিসংখ্যানের বিচার ছেলেদের চেয়ে মেয়েদের ফুটবলেই সাফল্য আসছে বেশী। এই সাফল্যকে আরো অগ্রগামী করে তুলতে নারী দলকে বিভিন্ন পুরষ্কারে পুরষ্কৃত করা হচ্ছে। এই তালিকায় এবার যোগ হলো সাউথ ইস্ট ব্যাংক পিএলসি।

আজ সকালে সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে সাউথ ইস্ট ব্যাংকের প্রধান শাখায় বরণ করে নেওয়া হয়। এরপর তাদের আর্থিক পুরষ্কারে পুরষ্কৃত করে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটি নারী দলের প্রত্যেক খেলোয়াড়কে ৩ লক্ষ টাকা করে অর্থ পুরষ্কার প্রদান করেছে; এছাড়া কোচিং স্টাফের সদস্য ও দলের সঙ্গে থাকা কর্মকর্তাদের ১ লক্ষ টাকা করে অর্থ পুরষ্কার প্রদান করা হয়। পাশাপাশি ব্যাংকটি দলের সকলকে আন্তজার্তিক ক্রেডিট কার্ড উপহার দিয়েছে।

পুরষ্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নতুন সভাপতি তাবিথ আওয়াল, সাবেক কমিটির নারী উইংয়ের চেয়ারম্যান ও বর্তমান কমিটির নির্বাচিত সদস্য মাহফুজা আক্তার কিরণ, সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম এবং ব্যবস্থাপনা পরিচালক নূর উদ্দিন মোসাদ্দেকসহ বাফুফে ও সাউথ ইস্ট ব্যাংকের কর্মকর্তারা।

Previous articleছুটির দিনে যেভাবে সংগ্রহ করবেন দ্বিতীয় ম্যাচের টিকেট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here