আজ (শনিবার) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সকালের নাস্তার এই আমন্ত্রনে ২৩ জন খেলোয়াড়, প্রধান কোচ ও ম্যানেজার অংশ নেন।
সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ জিতে গত বৃহস্পতিবার নেপালে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। বিকেল ৪টায় বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে রওয়ানা দিয়ে সন্ধ্যা ৭টায় বাফুফে ভবনে পৌঁছায় সাফজয়ী নারী ফুটবলাররা। সেদিন তাদের ফুল দিয়ে বরণ করে নেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফুটবলারদের বরণ করার পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এর বাসভবন যমুনায় সংবর্ধনা দেয়া হয় সাবিনাদের। এই সময় প্রধান উপদেষ্টাকে খেলোয়াড়দের স্বাক্ষর সহ একটি জার্সি ও বল উপহার দেয়া হয়। খেলোয়াড়রা তাদের বিভিন্ন সমস্যার কথা জানান। প্রধান উপদেষ্টা সকল সমস্যা লিখিতভাবে দিতে বলেছেন, তিনি বিষয়গুলো ব্যাক্তিভাবে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাড়ে ১২টার আগ দিয়ে বাফুফের বাসে করে নারী দলটি যমুনা ছেড়ে যায়।