সাফ অ-২০ নারী চ্যাম্পিয়ন্সশীপ নিয়ে নানান পরিকল্পনা সাজিয়েছিল বাফুফে। বয়সভিত্তিক সাফের এই দলটি সাফ নারী চ্যাম্পিয়নশীপের আগামী আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে বলে তাদের তৈরি করার প্রত্যয় নিয়ে ছিলো ফেডারেশন। তবে ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া সাফ অ-২০ নারী চ্যাম্পিয়নশীপ মাঠে গড়াচ্ছে না। শুধু এই টুর্ণামেন্টই নয়, ২০২৫ সালের সাফের সকল টুর্ণামেন্টই স্থগিত করে দিয়েছে কর্তৃপক্ষ।
২০২৫ সালের সাফের সকল টুর্ণামেন্ট স্থগিত করেছে দক্ষিণ এশিয়ার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন(সাফ)। এর পিছনে কি কারণ রয়েছে পুরোপুরি ভাবে অজ্ঞাত। তবে মনে করা হচ্ছে বাংলাদেশ ও ভারত মাঝে চলমান ধর্মীয় ও রাজনৈতিক সমস্যার কারণে টুর্ণামেন্ট স্থগিত করা হয়েছে।
তবে ভিন্ন যুক্তি দিয়েছে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল। তার মতে এএফসির সাথে মিল রেখে শিডিউল করার জন্য সাফের শিডিউল স্থগিত করা হয়েছে। এএফসি তাদের শিডিউল পুনঃনির্ধারণ করার সাফও তার সাথে মিল রেখে শিডিউল নির্ধারণ করবে। এই প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক অফসাইডকে জানান, “এএফসি তাদের বয়সভিত্তিক টুর্ণামেন্টগুলো পুনঃনির্ধারণ করছে। তাদের শিডিউলের সাথে মিল রেখে সাফের শিডিউল করার জন্য আমরা অপেক্ষায় আছি।”
তবে স্থগিতাদেশ সত্ত্বেও বাংলাদেশের প্রস্তুতি থেমে নেই। ফেব্রুয়ারির চ্যাম্পিয়নশীকে সামনে রেখে ইংলিশ কোচ পিটার বাটলারের তত্ত্বাবধানে নারী দলের অনুশীলন ইতোমধ্যেই শুরু হয়েছে। মেয়েরা সোমবার থেকেই মাঠে নেমে পড়েছে।