বাফুফের ডেভেলপমেন্ট কমিটির তৃতীয় নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১০ এপ্রিল) বিকাল ৪টা ৩০ মিনিটে বাফুফে ভবনের দ্বিতীয় তলার বোর্ড রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান ও বাফুফের সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী। সভায় কমিটির অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশের বয়সভিত্তিক ফুটবলের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
আগামী ৯ থেকে ১৮ মে ভারতে অনুষ্ঠিতব্য ‘সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ ২০২৫’-এ অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় দল। এই টুর্নামেন্টকে সামনে রেখে আগামী ১৭ এপ্রিল যশোরের সামশুল হুদা ফুটবল একাডেমিতে শুরু হবে দলের আবাসিক ক্যাম্প। যেহেতু টুর্নামেন্টের ম্যাচগুলো হবে আর্টিফিশিয়াল টার্ফে, তাই ভারত সফরের আগে সাভারের বিকেএসপির টার্ফ মাঠে ৭ দিনের বিশেষ প্রস্তুতি ক্যাম্প আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবারের আসরে বাংলাদেশের গ্রুপে রয়েছে মালদ্বীপ ও ভুটান। ৯ মে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে লাল-সবুজের যুবারা। এই আসরকে সামনে রেখে ইতিমধ্যেই ঢাকায় চলছে যুবাদের অনুশীলন ক্যাম্প। বাফুফে এলিট একাডেমির কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে এলিট একাডেমি ও বিকেএসপির খেলোয়াড়দের সঙ্গে বেশ কয়েকজন প্রবাসী খেলোয়াড় অনুশীলনে যোগ দিয়েছেন। দেশ ছাড়ার আগে সর্বোচ্চ প্রস্তুতির সঙ্গে সেরা দল বাছাইয়ের লক্ষ্য বাফুফের।
এছাড়া, চলতি বছরের অক্টোবরে (সম্ভাব্য তারিখ ১৭-২৭ অক্টোবর) অনুষ্ঠেয় ‘সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ ২০২৫’ এবং ‘এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬’-এর বাছাইপর্বেও অংশ নেবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৭ জাতীয় দল। বাছাইপর্বের সময়সূচি এখনো চূড়ান্ত না হলেও প্রস্তুতির ব্যাপারে কাজ শুরু করে দিয়েছে বাফুফে। এর পাশাপাশি ফুটবলকে তৃণমূলে ছড়িয়ে দিতে আগামী ১৫ মে যশোরে উদযাপন করা হবে ‘এএফসি গ্রাসরুটস ডে ২০২৫’।