দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই আসর মাঠে গড়াবে চলতি বছর। এবার ফরম্যাট বদলে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজনের পরিকল্পনা ছিল সাফের। তবে সময়সূচি চূড়ান্ত হলেও ফরম্যাট নিয়ে সিদ্ধান্ত আসেনি।
সাফের অধিভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সভায় ২০২৫ সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছে। আগামী ১৫ জুন থেকে ৫ জুন অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো। সাফের পরিকল্পনা ছিল হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে আয়োজনের। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। শীগ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে সাফ।
সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, এখন পর্যন্ত তাদের পরিকল্পনা রয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন। তবে যদি শেষ পর্যন্ত এই পদ্ধতিতে আয়োজন সম্ভব না হয় তাহলে সেন্ট্রালাইজড ভেন্যুতেই আয়োজন করা হবে সাফ চ্যাম্পিয়নশিপ। খুব শীগ্রই ফরম্যাট নিয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছে সাফ কর্তৃপক্ষ।