আগামী ১১ ডিসেম্বর থেকে ঢাকায় শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা ও ভুটানকে নিয়েই হবে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ। ফিফার নিষেধাজ্ঞা এখনো বহাল থাকায় টুর্নামেন্টে অংশ নিচ্ছেনা পাকিস্তান। এছাড়াও নিজেদের অভ্যন্তরীণ কারণে অংশ নেবে না মালদ্বীপ।

১১ ডিসেম্বর শুরু হয়ে ২২ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।

এরইমধ্যে টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশে আসা শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী দেশগুলো। মঙ্গলবার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে পৌঁছেছে নেপাল অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দল। এছাড়া বুধবার শ্রীলংকা, ভুটান ও ভারতের বাংলাদেশে আসার কথা রয়েছে। এর আগে মঙ্গলবার বাফুফে ভবনে ‘সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ’ আয়োজন সংশ্লিষ্ট কাজের অগ্রগতি ও অন্যান্য বিষয় নিয়ে লোকাল অর্গানাইজিং কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

Previous articleConquestador Nz » Claim $10 Free Bet
Next articleরহমতগঞ্জের বিরুদ্ধে আবাহনীর সহজ জয়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here