সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শনিবার ঢাকায় এসেছে রাশিয়া, নেপাল, ভুটান ও ভারতের মেয়েরা।’সাফ অনূর্ধ্ব-১৭ উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৩’ এর খেলা আগামী ২০ হতে ২৮ মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত স্বাগতিক বাংলাদেশসহ ভুটান, ভারত, নেপাল ও রাশিয়া অনূর্ধ্ব ১৭ মহিলা জাতীয় ফুটবল দলের অংশগ্রহণে কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট হলেও এবার বিশেষ আমন্ত্রিত দল হিসেবে খেলবে রাশিয়া। রাশিয়ার সিনিয়র ফুটবল দল উয়েফা থেকে নিষিদ্ধ। ইউরোপের প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করতে পারছে না। এবারের সাফের স্পন্সর ইউরোপিয়ার ফুটবল সংস্থা। তাদের চাওয়া অনুসারেই রাশিয়াকে এই টুর্নামেন্টে অন্তর্ভূক্ত করেছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।

৫ দল রাউন্ড রবিন লিগ ভিত্তিতে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন।

Previous articleসৌদিতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও ড্র করেছে বাংলাদেশ!
Next articleরাশিয়া ম্যাচ খেলতে মুখিয়ে আছে বাংলাদেশের মেয়েরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here