নেপালে সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে প্রশংসায় ভাসছে বাংলাদেশ অ-২০ দল। গতকাল নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে যুব সাফের ফাইনালে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এই শিরোপা জিতলো রাহুল-মিরাজুলরা। দক্ষিণ এশিয়ার সেরা হওয়ার পর এবার যুবাদের সামনে অপেক্ষা করছে এশিয়ার চ্যালেঞ্জ!
আগামী ২১-২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এএফসি অ-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব। বাংলাদেশ খেলবে বাছাইপর্বের এ গ্রুপে। এই গ্রুপে আরো রয়েছে ভিয়েতনাম, সিরিয়া, গুয়াম ও ভুটান। এই গ্রুপের আয়োজক ভিয়েতনাম। আগামী ২১ সেপ্টেম্বর সিরিয়া, ২৩ সেপ্টেম্বর গুয়াম, ২৭ সেপ্টেম্বর ভিয়েতনাম ও ২৯ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
বাছাইপর্বে ১০ গ্রুপে মোট ৪৫টি দল অংশ নিচ্ছে। ১০ গ্রুপের চ্যাম্পিয়ন এবং সেরা ৫ রানার্স আপ আগামী বছর চীনে অনুষ্ঠেয় যুব এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ পাবে।