সদ্য সাফ জয়ী মেয়েদের পুরস্কৃত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সকাল ১০ টায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সাফ জয়ী নারী ফুটবলাররা ৫ লাখ ও কোচ, কর্মকর্তারা ২ লাখ করে আর্থিক পুরস্কার পান। এই সময় আরো উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।
অনুষ্ঠানে মহিলা দলের অধিনায়ক প্রধানমন্ত্রীর হাতে সাফের ট্রফিটি তুলে দেন। এই সময় প্রধানমন্ত্রী দলের সকল সদস্যকে মঞ্চে ডেকে ছবি তুলেন। এরপর মঞ্চে দাড়িয়েই প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন ফুটবলার তহুরা খাতুন ও মারিয়া মান্ডা। নিজ এলাকার নদী ভাঙ্গন ও একটি ব্রিজ নির্মানের জন্য এলাকাবাসীর আবেদন তিনি প্রধানমন্ত্রীকে জানান। এছাড়া তহুরা পূর্বে প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক সহযোগিতায় একটি জমি কিনেছিলেন, কিন্তু এরপর নানান সমস্যায় সেই জমিটি হাতছাড়া হওয়ার অবস্থায়। সেই সমস্যা সমাধানে তিনি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।