এই বছরের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর ‘সাফ নারী চ্যাম্পিয়নশীপ ২০২৪।’ সাফের কম্পিটিশন কমিটি এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এবারের সাফের আয়োজক দেশ হিসেবে নেপালকে নির্ধারণ করা হয়েছে। এছাড়া টুর্ণামেন্টের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে ১৭-৩০ ই অক্টোবর। সাফের এই টুর্ণামেন্টে অংশগ্রহণ করবে সাফের সকল সদস্য দল। অংশগ্রহনকারী দলগুলো হলো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং মালদ্বীপ। ৭ দলকে দুই গ্রুপে ভাগ করে গ্রুপ পর্বের ম্যাচ দিয়ে পর্দা উঠবে সাফের এবারের আসরের।
গত সাফ চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিলো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সেবারের টুর্ণামেন্টে অসাধারণ এক পারফরম্যান্স করেছিলো সাবিনারা, গ্রুপ পর্ব ও নকআউট পর্ব প্রতিটি ম্যাচেই জয় লাভ করেছিলো তারা।
সর্বশেষ ফাইনাল ম্যাচে নেপালকে ৩-১ গোলে হারিয়ে সাফের শিরোপা জিতে গোলাম রাব্বানী ছোটনের বাঘানী বাহিনী। এই পর্যন্ত সর্বমোট ৬ বার সাফ নারী চ্যাম্পিয়নশীপ আয়োজিত হয়েছে। যার মধ্যে একক আধিপত্য দেখিয়ে ৫ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত।