৮ দল নিয়ে এপ্রিলেই মাঠে গড়াবে নারী ফুটবল লিগ। নারী ফুটবলারদের দলবদল শুরু হয়েছিল গত ৮ ফেব্রুয়ারি। শেষ হওয়ার কথা ছিল ৪ মার্চ। কিন্তু প্রথম ২৫ দিনে কোনো ক্লাব ফুটবলার নিবন্ধন করেনি। তখন কয়েকটি ক্লাব সময় বাড়ানোর আবেদন করেছিল। বাফুফে সেই আবেদনে সাড়া দিয়ে সময় ২৭ দিন বাড়িয়ে দলবদল ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণ করে। অর্থাৎ আজই দলবদলের শেষ দিন। শেষ দিনে এসে দলবদল সম্পন্ন করেছে অংশগ্রহনকারী ৮ ক্লাব।

এবারের লিগে অংশ নিচ্ছে না বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। তাইতো বসুন্ধরা কিংসে থাকা নারীদের জাতীয় দলের একঝাঁক তারকার এবারের নারী লিগে খেলা অনিশ্চিত হয়ে পড়ে। কারণ বসুন্ধরা কিংসের কেউই অন্য কোন ক্লাবে যোগ দেননি। অবশ্য কদিন আগেই বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ নিশ্চিত করেছিলেন, এবারের নারী লিগে সবাই খেলবেন। দলবদলের শেষ দিনে চমক থাকবে বলেও জানিয়েছিলেন তিনি। অবশেষে সে চমকের দেখা মিলেছে।

এবারের লিগে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনসহ সানজিদা আক্তার, মারিয়া মান্দার মতো একঝাঁক তারকার নতুন ঠিকানা নাসরিন স্পোর্টস একাডেমি। তাদের সঙ্গে নাসরিন স্পোর্টস একাডেমিতে যোগ দিয়েছেন শামসুন্নাহার জুনিয়র, শামসুন্নাহার সিনিয়র, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, মাসুরা পারভীন, শিউলি আজীম, মারজিয়া আক্তার, আনাই মগিনি, মাতসুসিমা সুমাইয়া, কৃষ্ণা রানী সরকার, নিলুফার ইয়াসমিন নিলা, রুপনা চাকমা। নাসরিন স্পোর্টস একাডেমির বাকি খেলোয়াড়রা গতবারের পুরোনো।

শেষ দিনে চমক দিয়ে জাতীয় দলের অধিকাংশ ফুটবলারদের দলে নিয়ে বেশ শক্তিশালী দলই গড়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। তাইতো আসছে নারী লিগে ফেভারিট হিসেবে সবার উপরেই থাকবে ক্লাবটি। নাসরিন স্পোর্টস একাডেমি ছাড়াও এবারের নারী লিগে অংশ নেবে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব, উত্তরা ফুটবল ক্লাব, সিরাজ স্মৃতি সংসদ, সদ্য পুস্করিনি যুব স্পোটিং ক্লাব, জামালপুর কাচারীপাড়া একাদশ, ঢাকা রেঞ্জার্স ফুটবল ক্লাব ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব।

Previous articleশততম ম্যাচে কিংসের সাত গোল
Next articleনারী লিগের দলবদল সম্পন্ন; শেষ মুহূর্তে দল গড়লো আর্মি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here