আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হলো এএফসি নারী এশিয়ান কাপের বাছাইপর্বের ড্র। মালেশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এই ড্র অনুষ্ঠান আয়োজন করা হয়। ড্র-এ বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘জি’-তে। গ্রুপে বাংলাদেশ নারী দলের প্রতিপক্ষ জর্ডান এবং ইরান। সবদিকে বিবেচনায় বেশ কঠিন প্রতিপক্ষ জর্ডান এবং ইরান। ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম।
এই বাছাইপর্বে অংশগ্রহণ করছে সর্বোমোট ২৮ টি দল। ২৮ দলকে ৮ টি গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে গ্রুপ-এ,বি,সি, এবং ডি-তে রয়েছে ৪ টি করে দল। আবার অন্য চারটি গ্রুপ অর্থাৎ গ্রুপ-ই,এফ,জি,এইচ-এ রয়েছে ৩ টি করে দল। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছর ভারতের অনুষ্ঠিত এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করবে।
স্বাগতিক হিসেবে ভারত এবং গত আসরের সেরা তিন দেশ জাপান, অস্ট্রেলিয়া এবং চীন সরাসরি মূল আসরে খেলবে। এই চার দেশের সাথে মূল আসরে যোগ দিবে বাছাইপর্বের আটটি গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নরা। ১৩-২৫ সেপ্টেম্বর হবে বাছাইপর্বের খেলা।