নারী ফুটবল লিগে শিরোপার আরো কাছে পৌঁছে গিয়েছে বসুন্ধরা কিংস। লিগে নিজেদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আতাউর রহমান ভুঁইয়া কলেজ এসসিকে ৩-০ গোলে পরাজিত করেছে তারা। এইদিনে কিংসের জার্সিতে অর্ধশত গোল করার রেকর্ড গড়েন সাবিনা খাতুন।
লকডাউন ও অতিবৃষ্টিতে বন্ধ থাকার পর আজ আবার মাঠে ফিরে নারী ফুটবল লীগ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচেই ছিলো সকলের নজর। কারণ মুখোমুখি হয়েছিলো লিগের সেরা দুই দল বসুন্ধরা কিংস ও আতাউর রহমান ভুঁইয়া কলেজ এসসি। লিগে প্রথম দেখায় কষ্টার্জিত জয় পেয়েছিলো কিংস। ফলে এই ম্যাচে আতাউর রহমান এসসি কিংসকে রুখে দিলে জমে উঠতে পারতো লিগ। কিন্তু তুলনামূলক শক্তিশালী কিংস এবার আর সুযোগ দেয়নি প্রতিপক্ষকে। প্রথম থেকেই প্রাধান্য বিস্তার করে সহজ জয় পায় তারা।
ম্যাচের ২২তম মিনিটেই অধিনায়ক সাবিনা খাতুনের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস। এই গোলের মধ্য দিয়ে গড়েন নতুন এক রেকর্ড। বসুন্ধরা কিংসের জার্সি গায়ে ৫০ গোল করার মাইলফলক স্পর্শ করেন সাবিনা। প্রথম গোলের সাত মিনিট পরই নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করেন তিনি।
বিরতির পর ম্যাচ কিছুটা গতি হারায়। তবে খেলা শেষ হওয়া মিনিট দুয়েক আগে স্কোরশিটে নাম তুলেন তহুরা খাতুন। এতে ৩-০ গোলের জয় নিয়ে লিগের শিরোপা জয়ের আরো কাছে পৌঁছে গিয়েছে বসুন্ধরা কিংস।
লিগ ফেরার দিনে প্রথম ম্যাচে কুমিল্লা ইউনাইটেডকে ১-০ গোলে পরাজিত করেছে এফসি ব্রাহ্মণবাড়িয়া। এছাড়া দিনের শেষ ম্যাচে ৫-৩ গোলে সদ্যপুস্কুরিনী যুব এসসি’কে পরাজিত করে নাসরিন স্পোর্টস একাডেমি।
১১ ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের সংগ্রহ ৩৩ পয়েন্ট। ফলে নিজেদের পরবর্তী ম্যাচে কুমিল্লা ইউনাইটেডকে পরাজিত করলেই নিশ্চিত হয়ে যাবে শিরোপা। দ্বিতীয় স্থানে থাকা আতাউর রহমান ভুঁইয়া কলেজ এসসি’র সংগ্রহ ২৭ পয়েন্ট।