রাজনৈতিক পট পরিবর্তনের পর বাফুফের বর্তমান কমিটির পরিবর্তন চায় ফুটবল প্রেমীরা। টানা ১৬ বছর বাফুফের দায়িত্বে থেকে বারবার ব্যর্থ আর বিতর্কিত হওয়া কাজী সালাউদ্দিন ও তার প্যানেলের অন্যতম প্রভাবশালী দুই সদস্য – সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী এবং নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। এবার তাদের দেখানো পথে হেঁটে আন্দোলনে নেমেছে সাবেক ও বর্তমান নারী ফুটবলাররা।

দফা এক দাবি এক – “সালাউদ্দিন কিরণের পদত্যাগ” এই স্লোগানে সকাল থেকেই বাফুফে ভবনের সামনে অবস্থান নেয় সাবেক ও বর্তমান নারী ফুটবলাররা। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক কামরুন নাহার ডানা তাদের নেতৃত্বে দেন। তাদের দাবি সম্পর্কে কামরুন নাহার ডানা বলেন, ‘সালাউদ্দিন কিরণের নির্দেশেই ফেডারেশন পরিচালিত হয়। এখানে অন্যদের মতামতের মুল্য নেই। তারাই সর্বেসর্বা।’

এদিকে বাফুফের সকল দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন সালাম মুর্শেদী। কিন্তু কাজী সালাউদ্দিন ও মাহফুজা আক্তার কিরণ আবারো নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু দেশের ফুটবলের বৃহত্তর স্বার্থে তাদের আর চায় না সমর্থকরা। সমর্থকদের সঙ্গে একাত্মতা পোষণ করেন সাবেক ও বর্তমান নারী ফুটবলাররাও। মাহফুজা আক্তার কিরণের প্রতি অভিযোগ তুলে ডানা বলেন, ‘খেলোয়াড়েরা প্রতিবাদ, সমালোচনা করলেই বাদ দেয়া হয়েছে। খেলোয়াড়দের খাবার নিয়ে অভিযোগ ছিল অনেক। তিনি যখন প্রথম স্টেডিয়ামে আসেন তখন রিকশায় এসেছিলেন, এখন দামি গাড়িতে আসছেন। সময়ের সঙ্গে মানুষের জীবনযাত্রা পরিবর্তন হতে পারে। তার যতটা উন্নয়ন হয়েছে, ফুটবল ও ফুটবলারদের কি হয়েছে?’

Previous articleতিনদিন বাড়লো দলবদলের সময়!
Next articleএএফসিতে বিলুপ্ত বিদেশি কোটা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here